Image
MCQ
1882. একটি বৈদ্যুতিক বাতি 220V, 50Hz সরবরাহ লাইনের সাথে সংযুক্ত আছে। বর্তনীর শীর্ষ বিভব কত?
110V
311V
220V
320V
1883. কোন Ideal বর্তনীতে কারেন্ট, ভোল্টেজের 90° অগ্রগামী থাকে?
Resistive
Inductive
Capacitive
Resonance
1884. দুটি Capacitor-এর একটির মান 10µF এবং অপরটির মান 100µF. Capacitor দুটি series-এ সংযুক্ত করা হলে মোট capacitance হবে-
110µF
90µF
90.90μF
9.09µF
1885. দুটি ১০µF ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান হবে-
১০০µF
৫.৫µF
৫.0µF
২০µF
1886. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেকটিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
1887. একটি 5H inductor এর কারেন্ট 0.2 sec-এ 3A পরিবর্তন হলে inductor-টির দুইপ্রান্তে কত voltage পাবে?
75V
3V
1.2V
5V
1888. কখন ভোল্টেজ Regulation নেগেটিভ হয়?
Inductive load
Capacitive load
Resistive load
কোনোটাই নয়
1889. একটি AC সার্কিট Voltage current-কে 60 degree Lead করে। Power factor কত?
0.866 lag
0.5 lag
0.5 lead
0.60 lag
1890. একটি 3-Phase AC সার্কিটে Power মাপার জন্য কমপক্ষে কয়টি Wattmeter প্রয়োজন?
১8
8
1891. একটি ওয়েভ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে, তাকে কী বলে? |BREB-
Cycle
Frequency
Wavelength
None
1892. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
1893. Skin effect-এর জন্য conductor-এর resistance-
কমে
একই থাকে
বাড়ে
কোনোটিই নয়
1894. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
40°
90°
180°
30°
1895. 100 টি 2F ধারক সমান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত?
50F
200F
100F
কোনোটিই নয়
1898. 2, 3, 3 6µF এর তিনটি ধ্রুবক শ্রেণিসমবায়ে 10V উৎসের সাথে সংযুক্ত। 3µF ধারকটিতে আধানের পরিমাণ কত?
5μα
10μC
15μC
12µC
1899. অল্টারনেটিং Current-এর RMS-এর মান ৫ Amp হলে সর্বোচ্চ মান হবে-
১০ Amp
৭.০৭ Amp
৭.৫ Amp
কোনোটিই নয়
1900. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তির শীর্ষমান 1.41V হলে এর বর্গমূল গড় মান কত?
1V
2V
100V
None