MCQ
1941. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
1942. যে যন্ত্রের সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয়, তাকে বলে-
ফুয়েল ফিল্টার
এয়ার ফিল্টার
ভ্যাকুয়াম ফিল্টার
ইকোনোমাইজার
1943. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
1944. এয়ারকন্ডিশনারের কার্যক্ষমতা কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
১ হতে ৩০ টন
১ হতে ৫০ টন
1945. প্রধান কার্যক্রমের উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1946. এয়ারকুলারের কার্যক্ষমতা সাধারণত কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ৩ টন
৫ হতে ১০ টন
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
1947. সময় বা ঋতুর উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1948. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
1949. এয়ারকন্ডিশন্ড রুমের আর্দ্রতা কত?
20% হতে 40%
30% হতে 50%
40% হতে 60%
50% হতে 70%
1950. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
1951. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
1952. J-K ক্লিপ-ফ্লপ বর্তনীর নির্গমন মুখের অবস্থার পরিবর্তন ঘটে-
যখন J = 0, K = 1 হয়
যখন J = 1, K = 0 হয়
যখন J = 1, K = 1 হয়
যখন J = 0, K = 0 হয়
1953. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
1954. একক (Unitary) এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1955. বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
1956. বাতাস সরবরাহের উপর ভিত্তি করে কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1957. ফ্লিপ-ফ্লপ একটি-
মনোস্টেব বর্তনী
বাইস্টেবল বর্তনী
অ্যাস্টেবল বর্তনী
উপরের কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ফ্লিপ-ফ্লপ একটি বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বর্তনী। এটির স্টেবল স্টেট আছে। এটি ইনফরমেশন স্টোর করতে ব্যবহৃত হয়।
1958. ফ্লিপ-ফ্লপে একই সময়ে কয়টি বিট সংরক্ষণ করতে পারে?
দুটি
একটি
N-সংখ্যক
চারটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Flip-Flop বৈশিষ্ট্য-
(1) Flip-Flop সচারচর এক বিট ডাটা (। অথবা ০) ধরে রাখতে সক্ষম।
(ii) আউটপুট সেট বা রিসেট হয়।
(iii) Flip-Flop-এ দুইটি Complementary output থাকে (Q.Q)
1959. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর
1960. বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার