MCQ
1921. পাঁচটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিং কাউন্টারের স্টেট কয়টি?
5টি
10টি
32টি
অসীম
1922. যদি A এবং B একটি 'এক্সক্লুসিভ OR' লজিক গেট সার্কিটের ইনপুটসমূহের প্রতিনিধিত্ব করে, তবে এর আউটপুট Y নির্ণীত হবে- দ্বারা।
Y = AB + (AB) ̅
Y= (AB) ̅+ AB
Y=A+B+ AB
Y = (AB) ̅ +(AB) ̅
1923. কম্পিউটারে অভ্যন্তরীণভাবে নাম্বার সংরক্ষণ ও স্থানান্তর করা হয়-
বাইনারিতে
ডেসিমেল
ASCII-তে
হেক্সাডেসিমেলে
1924. ফ্লিপ-ফ্লপ ব্যবহার হয়-
তথ্যের একটি বিট জমা করার জন্য
তথ্যের দুটি বিট জমা করার জন্য
তথ্যের একটি Nibble জমা করার জন্য
তথ্যের একটি বাইট জমা করার জন্য
1925. একটি থ্রি-ইনপুট লজিক গেটের তিনটি ইনপুট আছে: X = 1, Y = 0 এবং Z = 0. যদি এর আউটপুট W = 1 হয়, তবে গেটটি হবে-
কেবলমাত্র NAND গেট
কেবলমাত্র OR গেট
NAND অথবা OR গেট
AND গেট
NOR গেট
1926. বাইনারি নাম্বারের সর্ব বামের বিটকে কী বলে?
Least significant bit
Low significant bit
Most significant bit
Medium significant bit
1927. নট গেইটের কাজ হলো-
সংকেতকে বাধা প্রদান
সংকেতকে উল্টিয়ে দেওয়া
সংকেতকে শক্তিশালী করা
সংকেতকে দুর্বল করা
1928. MSI-তে থাকে-
প্রতি গেইটে 12 থেকে 20টি চিপস
প্রতি গেইটে 12 থেকে 100টি চিপস
প্রতি গেইটে 20 থেকে 1000টি চিপস
প্রতি গেইটে 30 থেকে 10000টি চিপস
1929. একটি রিল্যাকসেশন অসিলেটর হলো সেটি-
যার দুটি স্থায়ী অবস্থা আছে
যা অনির্দিষ্টভাবে শিথিল হয়
যা অনবরতভাবে অসিলেট করে
যা নন-সাইনুসয়ডাল আউটপুট উৎপন্ন করে
1930. সংরক্ষিত শব্দকে ডানে, বামে ও সমান্তরালভাবে সরানোর জন্য ব্যবহৃত হয়-
রেজিস্টার
বাইনারি বিট
অ্যাকুমুলেটর
ROM স্মৃতি
1931. ডিজিটাল পদ্ধতিতে বাইনারি শব্দ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-
বাইনারি বিট
ডিজিটাল সিগন্যাল
রেজিস্টার
RAM স্মৃতি
1932. নিচের কোনটি Combinational logic circuit?
ইনকোডার
ফ্লিপ-ফ্লপ
কাউন্টার
রেজিস্টার
1933. কম ব্যয়বহুল রেজিস্টার কোনটি?
Serial-in serial out
Parallel parallel out
Serial-in parallel out
Serrial-in parallel out
1934. যখন ফ্লিপ-ফ্লপ Reset অবস্থায় থাকে তখন এর আউটপুট হবে-
Q =0, Q ̅= 0
Q =1. Q ̅ = 1
Q =0, Q ̅ =1
Q =1, Q ̅ = ০
1935. চারটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিপল কাউন্টারের সম্ভাব্য অবস্থা (State) কয়টি?
4
8
10
16
1936. সাধারণ চুম্বকীয় ক্যাসেটের সাথে তুলনা করা যায় নিম্নের কোনটি?
EPROM
ROM
RAM
FF
1937. LSI-তে থাকে-
প্রতি চিপসে 50টির অধিক গেইট
প্রতি চিপসে 100টির অধিক গেইট
প্রতি চিপসে 100০টির অধিক গেইট
প্রতি চিপসে 1000০০টির অধিক গেইট
1938. কোন সংখ্যাটি অক্টাল নয়?
11
56
58
77
1939. কোনটি Non-volatile স্মৃতি?
EPROM
ROM
RAM
EEPROM
1940. তথ্য স্থানান্তরের সবচেয়ে গতিশীল রেজিস্টার কোনটি?
প্যারালাল-ইন-সিরিয়াল আউট
প্যারালাল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-সিরিয়াল আউট