MCQ
41. লাইটনিং অ্যারেস্টারের কাজ হলো-
বজ্রপাতের সময় সার্কিটকে বন্ধ করে দেওয়া
অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে পাঠিয়ে দেওয়া
অন্যান্য রক্ষণ যন্ত্রকে কাজ করতে সহায়তা করা
বজ্রপাতের সময় যে অতিরিক্ত ভোল্টেজ উৎপন্ন হয় ঐ ভোল্টেজ যাতে মাটিতে যেতে না পারে তার ব্যবস্থা করা
42. কোন ওয়্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাটেন ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কম্ভুইট ওয়্যারিং
43. আর্থিং-এর রেজিস্ট্যান্স কত ওহমের কম থাকা উচিত?
১.০ ওহম
১০০ ওহম
৫ ওহম
১০০০ ওহম
44. কোনো বর্তনীতে ৩টি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো। এদের কোনটি আলো দেবে?
প্রথম ও তৃতীয় বাল্ব আলো দেবে
শুধু প্রথম বাল্বটি আলো দেবে
কোনোটিই আলো দেবে না
তিনটি বাল্বই সমান আলো দেবে
45. ফিউজিং ফ্যাক্টরের মান-
এক এর চেয়ে কম
এক এর সমান
এক এর চেয়ে বেশি
শূন্য
46. বানানো বাড়ির ওয়্যারিং-এ কোন সাইজের তার বেশি ব্যবহৃত হয়?
১/৪৪
৩/৩৬
৭/৪৪
৩/২৯
47. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
130W
65W
25W
75W
48. মিল ফ্যাক্টরিতে সাধারণত কোন ধরনের ওয়ারিং ব্যবহৃত হয়?
ব্যাটেন ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কড়ুইট ওয়্যারিং
মেটাল শীথড ওয়্যারিং
49. ১০,০০০ সেমি দৈর্ঘ্যের একটি তারের রেজিস্ট্যান্স ১০ ওহম। উক্ত তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ১.৭২০১০ ওহম সেমি হলে প্রস্থচ্ছেদ কত হবে?
০.১৭২x১০^-৩ বর্গ সেমি
১.৭২x১০^-৩ বর্গ সেমি
০.১৭২x১০^৩ বর্গ সেমি
৫.৮১x১০^-৩ বর্গ সেমি
50. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
ট্রান্সফরমার টেপিং বদলানো
সুইচ-ক্যাপাসিটর ব্যবহার করা
সিস্টেমের ইম্পিডেন্স বৃদ্ধি করা
লো-ভোল্টেজ অ্যাপ্লায়েন্স ব্যবহার করা
51. ৪২ ওহম রোধকের একটি পরিবাহীর ভিতর দিয়ে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট ৩০ সেকেন্ড সময়ব্যাপী প্রবাহিত হলে ঐ পরিবাহীতে কত ক্যালরি তাপ উৎপন্ন হবে?
১২৫০০ ক্যালরি
৪২০০০ ক্যালরি
১১৯০ ক্যালরি
৫২৯২০ ক্যালরি
52. পাহাড়ি এলাকায় সাধারণত কোন আর্থিং করা হয়?
পাইপ আর্থিং
প্লেট আর্থিং
রড আর্থিং
শিট আর্থিং
53. আবাসিক লোডের লোড ফ্যাক্টর-
১০%-১১%
১১%-১২%
৬০%-৭০%
৩০%-৪০%
54. ১ ওয়াট হলো-
১ ভোল্ট/১ ওহম
১ওহম/১ অ্যাম্পিয়ার
১ ভোল্ট x১ অ্যাম্পিয়ার
ওপরের কোনোটিই সত্য নয়
55. বাতির ফিলামেন্টের তার কীসের তৈরি হয়?
প্লাটিনাম
সিসা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন