Image
MCQ
5301. পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৬৯ সালে
১৯৭১ সালে
5302. 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়-
২২ এপ্রিল, ১৯৬৮
২২ জানুয়ারি, ১৯৭০
২২ মার্চ, ১৯৬৭
২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
5303. বাংলাদেশের প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন –
ক্যাপ্টেন মনসুর আলী
অধ্যাপক ইউসুফ আলী
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
5304. ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
মোহাম্মদ ইউসুফ আলী
আবদুল মান্নান
5305. আগরতলা ষড়যন্ত্র মামলার কোন অভিযুক্তকে জেলখানায় হত্যা করা হয়?
আমজাদ খাঁ
সার্জেন্ট জহুরুল হক
মকবুল ভূঁইয়া
কৃষ্ণ দুগার
5306. কত সালে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়?
১৯৭৬
১৯৭৭
১৯৮৭
১৯৮৮
5307. 'স্ফুলিঙ্গ' ভাস্কর্যটি কোথায়?
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
5308. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়—
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
5309. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয় কবে?
২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
২৫ জানুয়ারি, ১৯৭০
৭ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
5310. 'গণ-অভ্যুত্থান দিবস' কবে পালিত হয়?
২৪ জানুয়ারি
৭ নভেম্বর
৭ মার্চ
৯ ডিসেম্বর
5311. শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান -
ছাত্রসভায়
জনসভায়
কৃষকসভায়
শ্রমিক সভায়
5312. 'স্ফুলিঙ্গ' ভাস্কর্যটির স্থপতি কে?
মৃণাল হক
নিতুন কুণ্ডু
কনক কুমার পাঠক
গোপাল চন্দ্র পাল
5313. কোন সালে Dacca থেকে Dhaka করা হয়?
১৯৮২
১৯৮৬
১৯৮৮
১৯৮৯
5314. ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন-
ক্যাপ্টেন মনসুর আলী
অধ্যাপক ইউসুফ আলী
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
5315. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?
দয়াপরবশ হয়ে
প্রচণ্ড গণআন্দোলনের জন্য
অভিযোগ প্রমাণিত না হওয়ায়
বিচারকের মৃত্যুর ফলে
5316. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়—
মুজিবনগর হতে
ঢাকা হতে
খুলনা হতে
কালুরঘাট হতে
5317. কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? / কততম সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট বিভাগের ৬টি বেঞ্চ স্থাপন করা হয়?
৪র্থ সাংবিধানিক সংশোধন
৮ম সাংবিধানিক সংশোধন
৬ষ্ঠ সাংবিধানিক সংশোধন
৭ম সাংবিধানিক সংশোধন
5318. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
মোহাম্মদ ইউসুফ আলী
আবদুল মান্নান
5319. আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-
২২ ফেব্রুয়ারি,১৯৬৯
২০ মার্চ, ১৯৬৮
১৮ ফেব্রুয়ারি, ১৯৭০
৫ ডিসেম্বর, ১৯৬৮
5320. কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করা হয়?
৭ম
৮ম
৯ম
১০ম