MCQ
5361. দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে?
আইন বিভাগ
শাসন বিভাগ
বিচার বিভাগ
সিএজি
5362. সংসদে সবসময় থাকবে
রাষ্ট্রপতি
বিরোধীদলীয় নেতা
সংসদ সদস্যগণ
প্রধানমন্ত্রী
5363. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে?
রাষ্ট্রপতি
স্পিকার
প্রধান বিচারপতি
প্রধান নির্বাচন কমিশনার
5364. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
প্রধান বিচারপতি
স্পিকার
প্রধানমন্ত্রী
বিচারপতি
5365. কে আইন প্রণয়ন করেন?
প্রধানমন্ত্রী
বিচার বিভাগ
আইনসভা
শাসন বিভাগ
5366. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
National Home
National Parliament
House of the Nation
Parliament of Bangladesh
5367. বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
একটি
দুইটি (বাংলা ও ইংরেজি)
তিনটি
চারটি
5368. বাংলাদেশের সংবিধানে এক কক্ষবিশিষ্ট যে অহিনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কী?
দুর্নীতি দমন কমিশন
জাতীয় সংসদ
নির্বাচন কমিশন
সুপ্রিম কোর্ট
5369. বাংলাদেশের আইনসভার নাম/ বাংলাদেশের আইনসভার নাম
জাতীয় পরিষদ
পার্লামেন্ট
জাতীয় সংসদ
গণপরিষদ
5370. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে মোট কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয়টি উল্লেখ আছে?
৭
৮
৯
১০
5371. বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন?
৫
১০
১
২
5372. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে আইনসভা সংক্রান্ত বিধান প্রণীত আছে?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
5373. বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
৬৫
৭৮
৯৬
৬৮
5374. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
এক কক্ষ
দুই বা দ্বি-কক্ষ
তিন কক্ষ
বহুকক্ষ বিশিষ্ট
5375. জাতীয় সংসদের কাজ নয় কোনটি?
আইন প্রণয়ন
মন্ত্রিসভা গঠন
রাষ্ট্রপতি নির্বাচন
সংবিধান সংশোধন
5376. আইন প্রণয়নের ক্ষমতা
আইন মন্ত্রণালয়ের
রাষ্ট্রপতির
স্পিকারের
জাতীয় সংসদের
5377. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
৫টি
৬টি
৭টি
৮টি
5378. সংবিধানের কোন অনুচ্ছেদে রেফারেন্ডাম বা গণভোট সংক্রান্ত বিধান রয়েছে?
প্রস্তাবনায়
১০ নং অনুচ্ছেদ
৩ নং অনুচ্ছেদ
কোনো বিধান নেই
5379. সংসদের প্রধান কাজ কী? / সংসদ সদস্যদের প্রধান কাজ কী?/ সাংসদের প্রধান কাজ কী?
যুতসই আইন প্রণয়ন
আইনের ব্যাখ্যা দান
আইনসমূহের প্রয়োগ
বিচারিক কার্য সম্পাদন
5380. সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে কোন পাঠ প্রাধান্য পাবে?
বাংলা
ইংরেজি
উভয়ই
কোনোটিই নয়