EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5701. What is the meaning of the idiom 'finger the pie'?
involve in something
getting out of something
uninterested in something
showing disliking
ব্যাখ্যা: finger the pie/have a finger in the pie (অপ্রত্যাশিতভাবে কোনো কিছুতে) জড়িত হওয়া।
5702. The idiom 'hot potato' means-
a current issue
a potato just baked
a burnt potato
an old issue
ব্যাখ্যা: hot potato সাম্প্রতিক কোনো জটিল অথবা বিতর্কিত বিষয়, সমাধান করা মুশকিল এমন কঠিন সমস্যা বা পরিস্থিতি।hot potato সাম্প্রতিক কোনো জটিল অথবা বিতর্কিত বিষয়, সমাধান করা মুশকিল এমন কঠিন সমস্যা বা পরিস্থিতি।
5703. What is the meaning of the phrase "carry the day"?
busy all day
free all day
win
loss
5704. The man exclaimed with sorrow that it was shameful he was such a coward.
as
that
so
of
No word is missing
ব্যাখ্যা: Shameful object-এর পরে clause এসেছে। সুতরাং clause-টির পূর্বে relative pronoun that বসালে বাক্যটি সঠিক হবে।
5705. Choose the correct sentence:
His brother was left before I reached there.
His brother has left before I reached there
His brother left before I reached there.
His brother had left before I reached there.
ব্যাখ্যা: Before যুক্ত দুটি clouse-এর যেটি পূর্বে ঘটেছিল সেটি past perfect আর অপরটি past indefinite tense এ হয়। সুতরাং সঠিক বাক্য His brother had left before I reached there
5706. Which of the following is very near to the underlined words life and death?
very dangerous
out and out
extreme serious
by and large
ব্যাখ্যা: salt' means- life and death extreme serious খুব গুরুতর, চরম সাংঘাতিক; out and out = সম্পূর্ণরূপে, পুরোপুরি।
5707. He feels comparatively better today. Find the incorrectly used word.
feels
comparatively
better
no mistake
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে compartive form 'better'-এর পূর্বে comparatively হলো redundancy Comparatively বাক্যটিতে না থাকলে বাক্যটি সঠিক হত।
5708. The idiomatic expression 'cut back' means---
return to previous position
stop production
reducing expenditure
reducing interest rate
ব্যাখ্যা: cutback =reducing expenditure, ব্যয় কমানো।
5709. The phrase 'salt of the earth' means-
worthy persons
salty earth
evil persons
salted persons
ব্যাখ্যা: salt of the earth খুব ভালো সৎ এবং নির্ভরশীল ব্যক্তি, শ্রেষ্ঠ/বরেণ্য/কৃতী ব্যক্তিগণ, দেশ বা সমাজের রত্ন
5710. The wood abounds wildlife, including badgers, foxes, shrews, butterflies and an array of birds.
of
to
with
by
None
ব্যাখ্যা: Abound with something অর্থ কোনো কিছু প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। সুতরাং বাক্যে with preposition টি missing রয়েছে। With preposition টি abound-এর পরে যোগ করলে বাক্যটি সঠিক হবে।
5711. . Which of the following sentences is correct?
I think him to be my best friend.
I think him as my best friend.
I think of him as my best friend.
I think him in my best friend.
ব্যাখ্যা: Think of somebody as somebody অর্থ কাউকে কোনোভাবে বিবেচনা করা বা দেখা। সুতরাং সঠিক বাক্য I think of him as my best friend (আমি তাকে আমার সবচেয়ে ভালো বন্ধু বলে গণ্য করি)।
5712. Now however, she has grown weary the media which she knows will make capital out of her marital split.
of
angry
bored
@irritated
None
ব্যাখ্যা: Weary of something অর্থ কোনো কিছুতে ক্লান্ত। সুতরাং বাক্যে of preposition টির ঘাটতি রয়েছে। Weary-এর পর of বসালে বাক্যটি সঠিক হবে।
5713. The expression 'true to their salt’---
very religious
faithful to their employer
very honest
none of these
ব্যাখ্যা: true to their salt= faithful to their employer, মালিক বা নিয়োগকারীর প্রতি বিশ্বস্ত থাকা।
5714. My friend is a couch potato. What does the idiom/phrase "Couch potato" mean?
active person
busy person
lazy person
angry person
ব্যাখ্যা: couch potato lazy person অলস ব্যক্তি, যে ব্যক্তি অলসভাবে এবং টিভি দেখে সময় কাটায়।
5715. Which of the following sentences is correct?
Neither of the two boys were strong.
Neither of the two boy was strong,
Neither of the two boys was strong.
Neither of hte two boy were strong.
ব্যাখ্যা: Neither of + plural noun + singular verb হলো সঠিক sequence। সঠিক বাক্য হলো Neither of the two boys was strong!
5716. Nabid has asked me to convey his heartfelt thanks to all those who stood and supported him.
by
on
after
back
None
ব্যাখ্যা: Stand by someone অর্থ কারো প্রতি অনুগত থাকা বা বিশ্বস্ত থাকা। সুতরাং বাক্যে stood-এর পরে by অনুপস্থিত আছে।
5717. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহবায়ক কে ছিলেন?
আবদুল মতিন
সৈয়দ নুরুল আলম
ডাক্তার গোলাম মাওলা
কাজী গোলাম মাহবুব
5718. Working under pressure and stress always bring the best in him.
up
in
on
out
No word is missing
ব্যাখ্যা: Bring out the best অর্থ সবচেয়ে ভালোটা বের করে আনা। সুতরাং বাক্যটিতে out word টি যোগ করলে বাক্যটি সঠিক হবে।
5719. The phrase 'carry the day' means to ---
pass time
be victorious
suffer
hope
ব্যাখ্যা: carry the day win, be victorious, be successful, জয়ী হওয়া, জয়লাভ করা, বিজয়ী হওয়া, সফল হওয়া।
5720. The second anniversary celebration of our school comes on December 16.
of
off
that
at
No word is missing
ব্যাখ্যা: বাক্যে off preposition টি missing রয়েছে, কারণ come off অর্থ সংগঠিত হওয়া; অনুষ্ঠিত হওয়া। Of যোগে বাক্যটির বাংলা: আমাদের স্কুলে দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।