ব্যাখ্যা: hot potato সাম্প্রতিক কোনো জটিল অথবা বিতর্কিত বিষয়, সমাধান করা মুশকিল এমন কঠিন সমস্যা বা পরিস্থিতি।hot potato সাম্প্রতিক কোনো জটিল অথবা বিতর্কিত বিষয়, সমাধান করা মুশকিল এমন কঠিন সমস্যা বা পরিস্থিতি।
5703. What is the meaning of the phrase "carry the day"?
ব্যাখ্যা: Before যুক্ত দুটি clouse-এর যেটি পূর্বে ঘটেছিল সেটি past perfect আর অপরটি past indefinite tense এ হয়। সুতরাং সঠিক বাক্য His brother had left before I reached there
5706. Which of the following is very near to the underlined words life and death?
ব্যাখ্যা: Abound with something অর্থ কোনো কিছু প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। সুতরাং বাক্যে with preposition টি missing রয়েছে। With preposition টি abound-এর পরে যোগ করলে বাক্যটি সঠিক হবে।
5711. . Which of the following sentences is correct?
ব্যাখ্যা: Think of somebody as somebody অর্থ কাউকে কোনোভাবে বিবেচনা করা বা দেখা। সুতরাং সঠিক বাক্য I think of him as my best friend (আমি তাকে আমার সবচেয়ে ভালো বন্ধু বলে গণ্য করি)।
5712. Now however, she has grown weary the media which she knows will make capital out of her marital split.
ব্যাখ্যা: বাক্যে off preposition টি missing রয়েছে, কারণ come off অর্থ সংগঠিত হওয়া; অনুষ্ঠিত হওয়া। Of যোগে বাক্যটির বাংলা: আমাদের স্কুলে দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।