Image
MCQ
5841. ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে কার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে?
জওহরলাল নেহেরু
মাহাথির মোহাম্মাদ
ইন্দিরা গান্ধী
শেখ মুজিবুর রহমান
5842. We are going to ask him the question point blank when we meet him meaning---
politely
thoroughly
precisely
bluntly
5843. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কী হিসাবে স্বীকৃতি দিয়েছে?
ওয়ার্ল্ড মেমোরি হেরিটেজ
ওয়ার্ল্ড ওয়ার হেরিটেজ
ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল হেরিটেজ
ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
5844. He refused 'point blank' to support me. What is the meaing of 'point blank'? (সে আমাকে সমর্থন করতে সরাসরি অস্বীকার করলো)
boldly
immediately
unreasonable
directly
5845. কত সালে পান্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়?
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
5846. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' বঙ্গবন্ধু এই ঘোষণা দিয়েছেন---
৩ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে
৭ মার্চ, ১৯৭১ সালে পল্টন ময়দানে
২৬ মার্চ, ১৯৭১ সালে ধানমন্ডির নিজ বাড়িতে
৭ মার্চ, ১৯৭১ সালে রমনা রেসকোর্স ময়দানে
5847. জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় 'The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary Heritage' নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়---
০৭ মার্চ, ২০২১
০৪ মার্চ ২০২১
০৫ মার্চ, ২০২১
০৬ মার্চ, ২০২১
5848. Do not play with your parent's hard-earned money.
hide and seek
by ear
ducks and drakes
fast and loose
5849. সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
৭ মার্চ
১০ জানুয়ারি
১৭ মার্চ
২৬ মার্চ
5850. কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে?
৩০ আগস্ট, ২০১৭
৩০ অক্টোবর, ২০১৭
৩১ আগস্ট, ২০১৭
৩১ অক্টোবর, ২০১৭
5851. মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
৬ দফা
৪ দফা
১১ দফা
৭ দফা
5852. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কী?
সামরিক আইন জারি করা
পুনরায় নির্বাচন দাবি
অনশন ধর্মঘট আহবান
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা
5853. The job was not plain sailing' means --
The job was difficult to get
The job was not sailing a ship
The job was not easy to do
The job was easy to do
5854. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বেসামরিক প্রশাসন চালুর জন্যে কতটি বিধি জারি করেন?
২৮টি
৩৫টি
১১টি
২১টি
5855. 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল' উক্তিটি কার?
লিয়াকত আলী খান
মুহাম্মদ আলী জিন্নাহ
শেখ মুজিবুর রহমান
জিয়াউর রহমান
5856. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম—
ভয়েস অব লিবার্টি
দ্য স্পিচ
ওরা ১১ জন
স্টপ জেনোসাইড
5857. ইউনেস্কোর কোন মহাপরিচালক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেন---
জন ডব্লিউ টেইলর
লুথার ইভানস
ইরিনা বোকোভা
ভিট্রোরিনো ভেরেনেসে
5858. রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে--
স্বাধীনতা দেব
মুক্ত করবো
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্
5859. ৭ মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
রাজশাহী
খুলনা
জগন্নাথ
ঢাকা
5860. কোন সংগঠন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে স্বীকৃতি দেয়?
ইউনেস্কো
ইউএনডিপি
ইউনিসেফ
বিশ্বব্যাংক