EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7941. Choose the synonym of Compassion :
sympathy
Compression
Contraction
Dislike
ব্যাখ্যা: Hints: Compassion (সমবেদনা)-এর সমার্থক শব্দ sympathy (সহানুভূতি)। অন্যদিকে compression অর্থ সংক্ষেপণসাধ্যতা, contraction অর্থ সংকোচন আর dislike অর্থ অপছন্দ।
7942. Find out the odd word from the options:
Mediocore
Ordinary
Average
Undistinguished
Exemplary
ব্যাখ্যা: Hints: Mediocore অর্থ খুব ভালো নয়, মাঝারি মানের; accraze অর্থ গড়পড়তা ধরনের, undistinguished অর্থ অখ্যাত, সাধারণ; exemplary অর্থ আদর্শস্বরূপ আর ordinary অর্থ সাধারণ। সুতরাং আলাদা অর্থাৎ ভিন্ন শব্দটি হলো Exemplary
7943. I-call you back, when I get free.
would
might
will be
will
ব্যাখ্যা: বাক্যাংশটি দ্বারা সাধারণ ভবিষ্যৎ ঘটনা বুঝাচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর (ঘ)।
7944. Find out the odd word from the options:
Abscond
Yield
Disappear
Flee
ব্যাখ্যা: Hints: Abscond, flee, escape, disappear শব্দগুলোর অর্থ অদৃশ্য হওয়া, দৃষ্টি বাইরে চলে যাওয়া, পলায়ন করা। আর yield অর্থ বশ্যতা স্বীকার করা। সুতরাং odd uord (আলাদা শব্দ) টি হলো yield।
7945. The plural of 'half is-
Halfs
Halves
More than half
More of half
ব্যাখ্যা: Noun-এর শেষে f বা fe থাকলে বা fe-এর স্কুলে tes যোগ করে plural করতে হয়। সুতরাং half-এর plural number হলো halves
7946. Find out the odd word from the options:
Simple
Riddle
Labyrinth
Enigma
Maze
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো Simple (সাদামাটা)। Option-এর বাকি শব্দগুলো সমার্থক, যাদের অর্থ গোলকধাঁধা।
7947. What is the antonym of Heat?
Cold
Coldness
Warn
Warmth
ব্যাখ্যা: Hints: 'Heat' (তাপ; গরম)-এর বিপরীত শব্দ হলো coldness (শীতলতা)।
7948. . What is the plural of phenomenon?
phenomeni
phenomenons
phenomena
phenomenia
ব্যাখ্যা: Phenomenon (ঘটনা, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু)-এর plural form হলো phenomena !
7949. The river has - its banks.
overflown
overflowed
overflew
overloaded
ব্যাখ্যা: বাক্যটি Present perfect tense-এর উদাহরণ। Subject + has/have + verb এর past participle | Structure অনুযায়ী শূন্যস্থানে overflowed হবে।
7950. Find out the odd word from the options:
Mollify
Ameliorate
Exacerbate
Appease
Placate
ব্যাখ্যা: Hints: Odd শব্দটি হলো Exacerisate যার অর্থ উত্তেজিত করা; আরও খারাপের দিকে নিয়ে যাওয়া যা option-এর বাকি শব্দগুলোর বিপরীত শব্দ। বাকি শব্দগুলোর অর্থ শান্ত করা বা প্রশমিত করা।
7951. Find out the odd word from the options:
Hasten
Impede
Accelerate
Rush
Expedite
ব্যাখ্যা: Hints: Hasten, Accelarate, Rush এবং Expedite শব্দগুলো সমার্থক যাদের অর্থ দ্রুততর করা, তড়িঘড়ি করা। আলাদ্য শব্দটি unpede যার অর্থ বাধা প্রদান করা।
7952. . Which of the following word is plural?
news
phenomenon
magus
criteria
7953. Which one is present perfect tense?
I am reading
I have read
I read
I have been reading
ব্যাখ্যা: Present perfect tense এর গঠন subject + have/has + verb + বাকি অংশ (Read এর past participle form -read)।
7954. Find the antonym of the word 'yearn'.
desire
refuse
long
unite
ব্যাখ্যা: Hints: Yourn (আবুল আকাঙ্ক্ষা অনুভব করা)-এর বিপরীত শব্দ refuse (প্রত্যাখ্যান করা; অনিচ্ছা প্রকাশ করা)। অন্যদিকে desire অর্থ আকাঙ্ক্ষা করা, long অর্থ প্রতিক্ষা করা আর unite অর্থ সংযোগ সাধন করা।
7955. Find out the odd word from the options:
Privation
Impecunious
Penury
Pauperism
Opulence
ব্যাখ্যা: Hints: Prication, Penury, Pauperism, Impecunicus শব্দগুলো সমার্থক, যাদের অর্থ কোনো
7956. Find out the odd word from the options:
Scoff
Dende
Jeer
Suave
Fleer
ব্যাখ্যা: Hints: Suare (লিপ্ততা; আপাতমধুরতা) শব্দটি অন্যান্য শব্দ থেকে আলাদা। option- Scoff, Jeer, Fleer, Deride শব্দগুলো সমার্থক, যাদের অর্থ বিদ্রূপ।
7957. Which of the following is a correct plural word?
agendum
peasantry
datum
phenomenon
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural form হলো peasantry যার অর্থ কোনো দেশের কৃষক সম্প্রদায়, কৃষক শ্রেণি। তাছাড়া অন্যান্য শব্দগুলো agendum, datum এবং phenomenon হলো singular number যাদের plural form হলো যথাক্রমে- agenda, data এবং phenomena
7958. The example of present progressive is -
Walking is a good exercise
He was reading a novel
You have had your meal
They are gossiping
ব্যাখ্যা: Present progressive বা present continuous tense এর উদাহরণ হলো (ঘ) They are gossiping / Present progressive-এর structure হলো sub + am/is/are + verb + ing |
7959. I shall - the work before I leave my office.
finish
have finished
finished
be finishing
ব্যাখ্যা: ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall havefwill have + D3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future/present indefinite হবে। আবার before-এর আগে এবং after-এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indifinite।
7960. Have you - the letter?
written
write
wrote
to write
ব্যাখ্যা: বাক্যটি Present perfect tense-এর একটি উদাহরণ। তাই নিয়মানুযায়ী have you এর পর verb-এর Past participle form হয়।