EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8001. Choose the correct plural form:
wifes
roofs
wolfs
shelfs
ব্যাখ্যা: Roof (ছাদ বা চাল)-এর plural form হলো roofs। আর wife, wolf ও shelf-এর plural form হলো wives, wolves shelves
8002. Which one is plural?
Actress
News
Princes
Princess
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural শব্দটি হলো princes, যার singular হলো prince (রাজকুমার)। অন্য শব্দগুলো singular number
8003. Choose the right words: I am-
1.5 metres high
1.5 metres tall
1.5 metre high
15 metre tall
ব্যাখ্যা: ব্যক্তির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high হয়। উচ্চতা নির্ণয়ের একক (1.5) plural হওয়ায় tall-এর পূর্বে metres হবে। অতএব, সঠিক উত্তর (খ)।
8004. Which is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabi
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
8005. Which noun is in plural form?
diagnoses
crisis
goose
class
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।
8006. The 'zero plural marker' is used in-
canon
mouse
medium
physics
ব্যাখ্যা: যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
8007. . What is the plural form of 'it'?
Its
There
They
Those
ব্যাখ্যা: অপ্রাণীবাচক অর্থে it-এর plural form হলো they।
8008. The examination - before I reached the hall.
has started
did start
had started
had been started
ব্যাখ্যা: Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
8009. Which one is the singular of leaves?
Leafe
Leaf
Leav
Leave
ব্যাখ্যা: Leaves শব্দটির singular noun হলো leaf যার অর্থ পাতা; পত্র।
8010. The tense of a verb is mainly related to -
noun
degree
quantity
time
ব্যাখ্যা: Tense শব্দের অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাল বা tense মূলত সময়ের সাথে সম্পর্কিত। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে কাল (tense) বা সময়।
8011. What time-?
does the train leave
the train is leaving
the train leaves
leaves the train
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
8012. Correct Plural form of Half is:
Halfs
Halffs
Halve
Halves
ব্যাখ্যা: Half-এর শেষে থাকায় plural করার সময় -এর স্থলে বসে এবং তারপর ও যোগ করতে হয়। সুতরাং half এর plural form halves!
8013. Which of the following is a singular number?
cliffs
index
crises
mice
ব্যাখ্যা: Index (সূচক) শব্দটি singular number যার plural number হলো indexes বা indices | Cliffs, crises এবং mice শব্দগুলো plural এদের singular number যথাক্রমে cliff (উঁচু খাড়া পাহাড়), crisis (সংকটকাল) এবং mouse (ইঁদুর)।
8014. Which one is the plural number?
School
Oxen
Leaf
Mathematics
ব্যাখ্যা: School, leaf, mathematics শব্দ তিনটি singular Oxen শব্দটি Ox এর plural form!
8015. The past participle form of the verb 'spread' is -
spreaded
spreaden
spread
spreadened
ব্যাখ্যা: Spread (মেলে দেয়া; মেলে ধরা)-এর past form এবং past participle form হলো spread!
8016. Which of the following is not a singular number?
analysis
poetry
cattle
alms
ব্যাখ্যা: Analysis, poetry, alms শব্দগুলো singular কিন্তু cattle শব্দটি plural যার অর্থ গবাদিপশু।
8017. The plural form of 'Genus' is-
geniuses
genera
genesis
generous
ব্যাখ্যা: Genus অর্থ প্রাণী বা উদ্ভিদের 'গণ' যার plural হলো genera (Genus Species মিলিয়ে প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা হয়।
8018. What is the plural of 'Magus'?
Magus
Maguses
Magux
Magi
ব্যাখ্যা: Magus (n)- পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিতমণ্ডলী।
8019. The plural of 'Spectrum' is-
Spectra
Spikes
Spectrums
Species
ব্যাখ্যা: Singular noun 'Spectrum (বর্ণচ্ছটা বার্ণালি)-এর plural number হলো spectra
8020. Thief-এর plural কোনটি?
Thiefes
Thieves
thiefs
thives
ব্যাখ্যা: শব্দের শেষে fe, ef, If ইত্যাদি থাকলে সাধারণত সেগুলোকে plural করার সময় বা ef- এর স্থলে বসে এবং এর পর es যোগ করে plural করতে হয়। সুতরাং সঠিক উত্তর খ।