MCQ
8281. কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
অগ্নিবীণা
জিঞ্জীর
বুলবুল
চিত্তনামা
8282. 'সাম্যবাদী' কবিতার কবি কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
সমরেশ বসু
সুভাষ মুখোপাধ্যায়
8283. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
অগ্নিবীণা
ব্যথার দান
বিষের বাঁশি
ছায়ানট
8284. ভারত সরকার কোন লেখককে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
8285. কোনটি গল্পগ্রন্থ?
মধুমালা
শেষ প্রশ্ন
শিউলিমালা
বাঁধনহারা
8286. 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি কার লেখা?
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ইমদাদুল হক মিলন
8287. একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী।- বিখ্যাত এই চরণ দুইটির রচয়িতার নাম-
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
কাজী নজরুল ইসলাম
অতুলপ্রসাদ সেন
8288. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-
পদ্মভূষণ
একুশে পদক
জগত্তারিণী পদক
মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
8289. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?
সবুজপত্র
কল্লোল
শনিবারের চিঠি
ধূমকেতু
8290. কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
স্বাধীনতা পুরস্কার
একুশে পদক
বাংলা একাডেমি পদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
8291. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
কবিতা
উপন্যাস
পত্রিকা
ছোটগল্প
8292. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?
কুহেলিকা
রুদ্র-মঙ্গল
বিষের-বাঁশী
রিক্তের বেদন
8293. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
বিষের বাঁশী
অগ্নিবীণা
সিন্ধু-হিন্দোল
চক্রবাক
8294. 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'- কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
নারী
মানুষ
সাম্যবাদী
সব্যসাচী
8295. কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
বাঁধনহারা
নদীবক্ষে
কুহেলিকা
মৃত্যুক্ষুধা
8296. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
মৃত্যুক্ষুধা
জীবনক্ষুধা
বাঁধনহারা
কুহেলিকা
8297. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
যুগ-বাণী
দুর্দিনের যাত্রী
রুদ্র-মঙ্গল
রাজবন্দির জবানবন্দি
8298. নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
মানুষ
আসমানী
খেয়াপারের তরুণী
কুলি-মজুর
8299. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
প্রলয় শিখা
বিষের বাঁশী
সন্ধ্যা
8300. এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।"- কার লেখা?
আহসান হাবীব
আবু জাফর ওবায়দুল্লাহ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম