EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2961. Which of the following is the antonym of 'hybrid'?
Mixed
Productive
Simple
Pure bred
ব্যাখ্যা: Which of the following is the antonym of 'hybrid'? Mixed Productive Simple Pure bred Hints: Hybrid শব্দটির - দো-আঁশলা বা সঙ্করজাত। একাধিক জাত মিলে উন্নত যে জাত তৈরী তাকে irulril বলে। অন্যদিকে Pure bred হল কোন প্রকার সংকরায়ন ছাড়াই সরাসরি জন্ম দেয়া। সুতরাং অর্থগত দিক থেকে hybrid এবং Pure bred শব্দদ্বয় বিপরীতার্থক।
2962. The synonym of 'eccentric' is-
talkative
reticent
coherent
peculiar
ব্যাখ্যা: Hints: Eccentric অর্থ অদ্ভুত, talkative-বাঁচাল, reticent- স্বল্পভাষী, coherent- সংগতিপূর্ণ, peculiar- অদ্ভুত। সুতরাং অর্থ অনুযায়ী eccentric এবং peculiar পরস্পর সমার্থক শব্দ।
2963. Choose the Synonymous Words Impediment:
Anarchy
Dislort
Ominous
Barrier
ব্যাখ্যা: Hints: Impediment (প্রতিবন্ধকতা)-এর সমার্থক শব্দ হলো barrier (বাধ্য, প্রতিবন্ধকতা)। Anarchy, Distort এবং Ominous শব্দের অর্থ যথাক্রমে অরাজকতা, বিকৃত এবং অশুভ।
2964. Choose the Synonymous Words Emancipate:
Coordinate
Emulate
Liberate
Complex
ব্যাখ্যা: Hints: Emancipate (মুক্তি দেয়া)-এর সমার্থক শব্দ হলো liberate। অপরদিকে complex অর্থ জটিল, coordinate অর্থ সহযোগিতা করা আর emulate অর্থ সমকক্ষ হতে চেষ্টা করা।
2965. Choose the most likely antonym of the following word: Ambiguous
obscure
opaque
equivocal
definite
ব্যাখ্যা: Hints: Ambiguous অর্থ অনিশ্চিত, obscure-অস্পষ্ট, opaque- অস্বচ্ছ, equivocal- সন্দেহজনক, difinite- নিশ্চিত। সুতরাং ambiguinas এর antonym হলো definite)
2966. Antonym of 'enormous'.
soft
weak
fragile
tiny
ব্যাখ্যা: Hints: Enormous অর্থ-সংখ্যা বা আকারে বৃহৎ। অপশনগুলোর মধ্যে tiny-ছোট, soft কোমল, weak- দুর্বল, fragile-ভঙ্গুর। সুতরাং enormous ও tiny শব্দল্লী antonymous বা বিপরীতার্থক।
2967. Choose the Synonymous Words Flout:
Crucial
Disobey
Diminish
Flatter
ব্যাখ্যা: Hints: Flout অর্থ তাচ্ছিল্য করা, অবজ্ঞার সাথে উড়িয়ে দেয়া। আর disobey অর্থ অগ্রাহ্য করা। সুতরাং শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ। অন্য দিকে crucial-অত্যন্ত গুরুত্বপূর্ণ, diminish হ্রাস করা এবং flatter- তোষামোদ করা।
2968. Where to spend your holidays next summer?
you are going
are you going
you will go
you going
ব্যাখ্যা: Interrogative বাক্যে auxiliary verb টি sub-এর পূর্বে বসে। সুতরাং একমাত্র সঠিক option হলো are you going I
2969. The antonym of the word 'theoretical' is-
experimental
bookish
logical
impractical
ব্যাখ্যা: Hints: Theoretical' শব্দের অর্থ 'তত্ত্বগত'। প্রদত্ত চারটি অপশন-এর মধ্যে Experimental অর্থ 'পরীক্ষামূলক', bookish অর্থ 'পুঁথিগত', Logical- যৌক্তিক, impractical- 'অব্যবহারিক'। সুতরাং experimental' শব্দটিই theoretical' শব্দের antonym
2970. My sister had lived in France for two years and my niece - there.
borned
born
was borned
was born
ব্যাখ্যা: মানুষের জন্ম সাধারণত past indefinite passive voice-এ হয়। Bear-এর past participle হলো born । সুতরাং সঠিক শব্দাংশ হলো was born ।
2971. The antonym of 'belittle' is-
despise
pacify
undermine
glorify
ব্যাখ্যা: Hints: Belittle (ছোট করা)- এর বিপরীত শব্দ হলো glorify (মহিমান্বিত করা)। অপশনের অন্যান্য শব্দের অর্থগুলো যথাক্রমে despise অবজ্ঞা করা, pacify-শান্ত করা এবং undermine সুড়ঙ্গ খোড়া।
2972. The word 'precedence' means-
example
priority
elderly
case
ব্যাখ্যা: Hints: Precedence- প্রাধান্য/অগ্রগণ্যতা। Example- উদাহরণ/দৃষ্টান্ত; Priority- অগ্রাধিকার, প্রাধান্য; Elderly- বৃদ্ধ বা প্রবীণ; Case- ঘটনা, মামলা, পরিস্থিতি। সুতরাং precedence এবং priority শব্দ দুটি সমার্থক।
2973. He will explain it to you when he - back.
comes
came
will have come
would come
ব্যাখ্যা: When দ্বারা যুক্ত দুটি clause-এর একটি future tense-এ থাকলে অন্য clause টি present indefinite tense-এ হবে। সুতরাং, সঠিক verb form হলো comes.
2974. The synonym of ambition is-
indifference
desire
aimlessness
purposelessness
ব্যাখ্যা: Hints: Ambition শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষা। (ক) indifference অর্থ উদাসিন্য, (খ) desire-আকাঙ্ক্ষা, (গ) aimlessness অর্থ লক্ষাহীনতা এবং (ঘ) purposelessness অর্থ উদ্দেশ্যহীনতা, সুতরাং ambition এবং desire শব্দদ্বয় সমার্থক বা synonymous।
2975. Which of the following is the synonym of 'benefit?
Basement
Favour
Drawback
Injury
ব্যাখ্যা: Hints: Benefit অর্থ লাভ বা সুবিধা। Option গুলোর মধ্যে Basement ভিত্তি, Drawback-ত্রুটি, Injury-আঘাত, Facour- সুবিধা, আনুকূল্য। সুতরাং Benefit Sfavour শব্দদ্বয় সমার্থক।
2976. A decade - since the discovery of Icprosy vaccine. The right option for the gap is :
passed
has passed
have passed
had passed
ব্যাখ্যা: Since-এর পর নির্দিষ্ট সময় থাকলে বাক্যটি present perfect tense-এ হয় আর A ( decade-এর পর singular verb গ্রহণ করে। সুতরাং সঠিক expression হলো has passed.
2977. His father - tomorrow morning.
operates on
will operate on
will be operated on
being operated
ব্যাখ্যা: Operate on somebody অর্থ কারো উপর অস্ত্রোপচার করা/অপারেশন করা। তার বাবা যেহেতু ডাক্তার নয় আর operate on যেহেতু transitive verb, সুতরাং বাক্যটি passive voice-এ হবে। সুতরাং tense অনুযায়ী সঠিক expression হলো will be operated on .
2978. What is the synonym of 'competent'?
discrete
capable
prudent
cautious
ব্যাখ্যা: Hints: Competent শব্দটির অর্থ-দক্ষ/উপযুক্ত। অপশনগুলোর মধ্যে, discrete- বিযুক্ত, capable-সমর্থ, prudent- বিজ্ঞ, cautious-সতর্ক। সুতরাং competent ও capable শব্দদ্বয় অর্থের দিক থেকে কাছাকাছি।
2979. The antonym of the word 'smooth' is-
hard
rough
sharp
plain
ব্যাখ্যা: Hints: Smooth (মসৃণ)-এর বিপরীত শব্দ হলো rough (এবড়ো থেবড়ো, অমসৃণ)। অপরদিকে hard কঠোর; slarp অর্থ ধারালো এবং plain অর্থ সমতল।
2980. The book - is not in the library.
that are needed
I am needed
which I needed
I need
ব্যাখ্যা: বাক্যটি যেহেতু present tense-এ আছে। সুতরাং অন্য clause টিও presnt tense- এ হবে। সুতরাং sub relative pronoun ইত্যাদি দিক বিবেচনা করে সঠিক expression হলো I need. I need যোগে বাক্যটির বাংলা: আমার যে বইটা প্রয়োজন সেটি লাইব্রেরিতে নেই।