EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2981. 'People lauded Mandela's humnity, kindness and dignity'. In this sentence, the present form of the bold-faced word is -
laude
led
lead
laud
ব্যাখ্যা: Underline-কৃত শব্দ lauded-এর present form হলো laud যার অর্থ প্রশংসা করা; গুণকীর্তন করা।
2982. - to Barishal by bus yesterday?
Did Jashim went
Had Jashim go
Was Jashim go
Did Jashim go
ব্যাখ্যা: Yes অথবা no question-এর ক্ষেত্রে yesterday থাকায় past indefinite tense-এর structure হলো : Did + sub + verb-এর base form + extension + question mark I সুতরাং শূন্যস্থানের Did Jashim go হলো সঠিক expression |
2983. Before the Angles and the Saxons - to England, the Iberians had lived there.
comming
come
came
did come
ব্যাখ্যা: Before দ্বারা দুটি clause যুক্ত হলে before পরবর্তী clause টি past indefinite tense এ হয় আর অন্য clauseটি past perfect tense-এ হয়। সুতরাং past indefinite tense অনুযায়ী সঠিক option হলো came.
2984. The synonym of the word 'glamorous' is
gallant
cheerful
gluttoning
attractive
ব্যাখ্যা: Hints: Glamorous (জাদুময়; মোহিনী; রূপময়) শব্দের synonym হলো attractine যার অর্থ মনোহর, প্রীতিকর, চিত্তহারী। অন্যদিকে cheerful অর্থ প্রযুন্ম, galant অর্থ সাহসিক, দুঃসাহসিক।
2985. What is the meaning of the word 'protrude'?
to stick out from something
to produce something
to prevent something
to provide something
ব্যাখ্যা: Hints: Protrude- বাইরে প্রসারিত করা অর্থাৎ to stick out from something
2986. 'Wisdom' means-
প্রজ্ঞা
জ্ঞান
বুদ্ধি
মেধা
ব্যাখ্যা: Hints: Wisdom অর্থ প্রজ্ঞা আর জ্ঞানের ইংরেজি knowledge, বুদ্ধির ইংরেজি intelligence আর মেধার ইংরেজি merit।
2987. Ancient people believed that with a sun and a moon rotating around it.
the earth was the center of the universe
the earth is the center of the universe
the center of the universe is eart
the universe has earth at the center
ব্যাখ্যা: প্রাচীন মানুষের ধারণাটি চিরসত্য না হওয়ায় that পরবর্তী clause টি past tense-এ হবে। কারণ that পূর্ববর্তী clause টি past tense এ ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক clause টি হলো the earth was the center of the universe .
2988. Identify the word that means the opposite of 'splendid':
extraordinary
ordinary
pompous
precious
ব্যাখ্যা: Hints: Splendid (জমকালো, চমৎকার)-এর বিপরীত শব্দ ordinary (সাধারণ, সাদামাটা ধাঁচের)। তাছাড়া extraordinary (চমৎকার), pompous (জাঁকালো, আড়ম্বরপূর্ণ) এবং precious (মহার্থ, বহুমূল্য ও অত্যন্ত সুন্দর) শব্দগুলো প্রদত্ত শব্দগুলোর সমার্থক।
2989. What is the meaning of the word 'Stupendous'?
Awesome
Stupidity
rude
Foolishness
2990. Fill in the blank with suitable phrase/words: She thought that she - to be a leader of oppressed people.
have
was born
there
have to
ব্যাখ্যা: Be born to be অর্থ কোনো কিছুর জন্য উপযুক্ত বা নিয়তি দ্বারা নির্ধারিত। Was born যোগে বাক্যটির বাংলা: তিনি মনে করতেন যে অত্যাচারিত মানুষের নেতা হওয়ার জন্য তিনি জন্মেছেন।
2991. Fill in the blank with appropriate word: An ideal teacher - well with all.
behaves
behave
behaving
behavior
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যের sub হলো an ideal teacher যা singular। সুতরাং বাক্যটি present indefinite tense-এ রূপান্তরের ক্ষেত্রে verb-এর শেষে s বা es যোগ করে বাক্যটি সম্পূর্ণ করতে হয়। সুতরাং সঠিক verb হলো behaves.
2992. What is the synonym of the word ' heckle'?
busy
disrupt
slow
Stipen
ব্যাখ্যা: Hints: Hole (প্রশ্নবাণে জর্জরিত করা)-এর সমার্থক শব্দ disrupt
2993. The correct plural form of 'spectrum' is-
spectrum
species
spectra
imagery
ব্যাখ্যা: Spectrum (বর্ণালি)-এর plural form হলো spectra।
2994. Choose the Synonymous Words Rage:
Anger
Style
Heavy
Humid
ব্যাখ্যা: Hints: Rage অর্থ ক্রোধ যার একই অর্থবোধক শব্দ হলো Anger (ক্রোধ)।
2995. The present form of 'Lost' is -
Loose
Loss
Lost
Lose
ব্যাখ্যা: Lost-এর present form হলো lose (হারানো)। অন্যদিকে loose অর্থ ঢিলা বা আলগা করা, loss (ক্ষতি) হলো lose-এর noun form.
2996. Please - photocopies of copyrighted material without the permission of the publisher.
no make
don't make
not make
not to make
ব্যাখ্যা: Please-এর পর negative imperative বাক্যে গঠন করতে don't + verb-এর base form যুক্ত অংশ লাগবে। Don't make যোগে বাক্যটির বাংলা দয়া করে প্রকাশকের অনুমতি ব্যতীত গ্রন্থস্বত্ব সম্বলিত অনুলিপি তৈরি করো না।
2997. He said that he (go) home the next day. (Use the right form of verb)
will go
goes
has go
would go
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে that পূর্ববর্তী clauseটি past tense-এ থাকায় এবং next day থাকায় that পরবর্তী clause টি future in the past এ হবে। সুতরাং ৪০-এর স্থলে would go হবে সঠিক option.
2998. Select the word that has the same meaning as 'stubborn':
obdurate
docile
impertinent
intractable
ব্যাখ্যা: Hints: 'Stubborn' (একগুঁয়ে, জেদি)-এর একই অর্থবোধক শব্দ হলা-obdurate। তাছাড়া docile অর্থ সহজে বশ মানে এমন, বাধ্য, impertinent অর্থ অপ্রাসঙ্গিক, অসঙ্গত আর intractable অর্থ সহজে নিয়ন্ত্রণ করা যায় না এমন, দুর্দান্ত।
2999. What is the synonym of 'Competent'?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent (উপযুক্ত, সক্ষম, দক্ষ)-এর synonym হলো capable (সক্ষম)। তাছাড়া Circumspect অর্থ সতর্ক, Discrete অর্থ পৃথক, অসংলগ্ন আর Prudent অর্থ বিচক্ষণ।
3000. Which of the following words means nearly the opposite of 'shrewd?
crafty
stupid
sagacious
cunning
ব্যাখ্যা: Hints: "Shrerod' অর্থ সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান সম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত শব্দ stupul (জড়বুদ্ধি; নির্বোধ; বোকা)। অন্যদিকে cunning অর্থ ধূর্ত, দক্ষ, রেটিং অর্থ কুশলী আর sagacious অর্থ সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন, কাণ্ডজ্ঞানসম্পন্ন।