ব্যাখ্যা: Hints: Raise (উঠানো) একটি transitive verb যারপর বাক্যে object বসে। Rise হলো intransitive verb যারপর object বসে না। প্রশ্নোক্ত বাক্যে object হিসেবে the flag থাকায় এরপূর্বে rising এর পরিবর্তে raising হবে।
ব্যাখ্যা: Hints: Complex sentence-টির শূন্যস্থানে was shining হবে। Sequence of tense অনুযায়ী principal clause past form-এ হলে subordinate clause ও past form-এ হবে।
325. Choose the correct verb: Each of the boys-- present in the class.
ব্যাখ্যা: Hints: তোমার পোশাক নোংরা। এটা পরিষ্কার করা প্রয়োজন। বাক্যটিতে Present indefinite tense-এর verb প্রয়োজন। আর বাক্যটি passive করার প্রয়োজন নেই। সুতরাং needs সঠিক।
327. The Examiners made us--our identification in order to admitted to the exam center,' বাক্যটির শূন্যস্থানে কি হবে?
ব্যাখ্যা: Hints: ভবিষ্যতে দুটি কাজের একটি আগে ও একটি পরে হলে আগেরটির জন্য future perfect ও পরেরটির জন্য present indefinite tense হয়। By the time, they arrive he'll luace left-তারা যে সময়ে পৌঁছবে, সে সময়ে সে চলে যাবে।
ব্যাখ্যা: Hints: Right form of verb-এর নিয়মানুযায়ী বাক্যে look forward থাকলে তারপর to + verb + ing বসে। তাই বাক্যের শূন্যস্থানে (গ) to hearing from হবে।
ব্যাখ্যা: Hints: ফাঁসি দেয়া অর্থে hang-এর past form এবং past participle form হলো hanged শূন্যস্থানে hanged বসিয়ে বাক্যটির বাংলা: যুদ্ধাপরাধীকে ফাঁসি দেয়া হলো।