ব্যাখ্যা: Hints: See somebody + verb + ing হলো সঠিক form। সুতরাং শূন্যস্থানে coming বসবে। আর coming যোগে বাক্যটির বাংলা: তুমি কি তাকে তোমার দিকে আসতে দেখলে।
ব্যাখ্যা: Hints: To give up something- কোনো কিছু বাক্যটির অর্থ দাঁড়ায়- সে আমাকে ধূমপান ত্যাগ ত্যাগ করা। এটি একটি Prepositional Phrase করার উপদেশ দিয়েছিল।
ব্যাখ্যা: Hints: As if/As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে Past Indefinite tense হয়। তবে এক্ষেত্রে be verb-টি সর্বদা were হবে। আর প্রথম অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
349. Choose the right word to complete the sentence 'The engineer insists on-good materials.'
ব্যাখ্যা: Hints: Insist on + verb + ing বসে আর insist on অর্থ কোনো কিছুর জোর দেয়া। শূন্যস্থানে। using বসিয়ে বাক্যটির বাংলা: ইঞ্জিনিয়ারটি ভালো উপাদান ব্যবহারের উপর জোর দেয়।
ব্যাখ্যা: Hints: নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়। সুতরাং sub-এর পর play verbটি বসবে। বাক্যে play বসিয়ে বাক্যটির বাংলা: আমি প্রতি রবিবার সকালে টেনিস খেলি।
351. Complete shutdown (be) observed today against new law.
ব্যাখ্যা: Hints: As if-এর পূর্বে present tense থাকলে as if-এর পরের clause টি past indefinite tense এ হবে। সুতরাং know- এর স্থলে know-এর past form kotew শূন্যস্থানে বসবে।
ব্যাখ্যা: [Note: Hear somebody/something + ing verb অথবা hear sombody/something+ infinitive without to হলো সঠিক ধারা। সুতরাং সঠিক উত্তর (ক) এবং (খ) উভয়ই।।
ব্যাখ্যা: Hints: সাধারণ ঘটনার বর্ণনা present indefinite tense-এ হয়। Babies শব্দটি plural হওয়ায় verb-এর মূল form cry শূন্যস্থানে বসবে। আর বাক্যটির বাংলা হবে: ক্ষুধা পেলে শিশুরা কাঁদে।