EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
561. Select the answer of the word 'stagflation'.
controlled prices
a disintegrating government
economic slowdown
cultural dullness
ব্যাখ্যা: Hints: Stagflation- অর্থনৈতিক মন্দা, Stagnation (নিষ্ক্রিয় অবস্থা, অচলাবস্থা) ও Inflation (মুদ্রাস্ফীতি)-এই দুটি শব্দের মিলনে Stagflation শব্দটি গঠিত। Controlled price- নিয়ন্ত্রিত মূল্য। Economic slowdotun- অর্থনৈতিক মন্দা। A disintegrating government- একটি অসামঞ্জস্যপূর্ণ সরকার। Cultural dullness- সাংস্কৃতিক মন্দা।
562. Misanthropist means-
One who flirts with ladies
A person of narrow views
A hater of mankind
One who believe that God is in everything
ব্যাখ্যা: Hints: A hater of mankind- মানববিদ্বেষী। Misanthropist অর্থ হলো যে মানব জাতিকে ঘৃণা করে।
563. 'Paediatric' relates to the treatment of:
Adults
Children
Women
Old people
ব্যাখ্যা: Hints: Paediatric- শিশু চিকিৎসা। কাজেই এটি Children-এর সাথে সম্পর্কিত।
564. The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Shoulders
Head
Forehead
Eyebrows
566. The word 'ecological' is related to -:
Demography
Pollution
Atmosphere
Environment
ব্যাখ্যা: Hints: Ecological অর্থ বাস্তুবিদ্যা সংক্রান্ত/পরিবেশ সংক্রান্ত।
567. First language means the-language.
important
main
natural
officaial
568. A person who writes about his own life writes-.
A biography
A diary
A chronicle
An autobiography
569. Many islands make up-
an isles
an archipelago
a peninsula
a continent
570. 'Syntax' means-
Manner of speech
Supplementary tax
Sentence building
Synchrounizing act
571. One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -Which of the following words represents truely the character of the person mentioned above?
office
benevolent
officious
bureaucraticcial
ব্যাখ্যা: Hints: যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক, Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন এবং Burenicratic- আমলাতান্ত্রিক।One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -Which of the following words represents truely the character of the person mentioned above? official benevolent officious bureaucratic Hints: যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক, Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন এবং Burenicratic- আমলাতান্ত্রিক।
572. Stockings are-- socks.
long
small
big
short
ব্যাখ্যা: Hints: Stockings অর্থ হলো হাটু পর্যন্ত বা তার ওপর পর্যন্ত লম্বা মোজা।
573. Time after twilight and before night-
Evening
Dawn
Dusk
Eclipse
ব্যাখ্যা: Hints: Twilight (গোধূলি)-এর পরবর্তী কিন্তু night (রাত্রি)-এর পূর্ববর্তী সময় বা time- কে Dusk বা সন্ধ্যার প্রাক্কাল বলে।
574. An Ordinance is--
a book
an arme factory
a news paper pumal
a law
ব্যাখ্যা: Hints: Ordinance- অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা বলে প্রণীত আইন।
575. Something that is 'fresh' is something-
recently printed or published .
in fairly good condition.
Disrespectful.
Pleasant.
ব্যাখ্যা: Hints: Fresh- টাটকা, তাজা। In fairly good condition বলতেও বেশ ভালো অবস্থাকেই বোঝায়।
576. The word 'electorate' means-
election office
a body of voters
many elections
candidates
ব্যাখ্যা: Hints: Electorate অর্থ নির্বাচকমণ্ডলী। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী
577. The word 'plurality' means-
The letter S
Men and women
Chaos and confusion
The holding of more than one office at a time
ব্যাখ্যা: Hints: Plurality- বহুতু একের অধিক। বাণিজ্যিক পরিভাষায় একাধিক ব্যবসায় প্রতিষ্ঠান/অফিস।
578. People who assume that no evil can befall them are foolishly-
ardent
complacent
confident
apprehensive
ব্যাখ্যা: Hints: ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো। Ardent- অতিশয় আকুল, অতি-উৎসাহী। Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত। Confident- আত্মবিশ্বাসী। Apprehensive- উদ্বিগ্ন, শংকিত।
579. The people who carry a coffin at a funeral are called-
Undertakers
Supporters
Pallbearers
moumers
ব্যাখ্যা: Hints: যারা coffin বা শবাধার বহন (carry) করে তাদেরকে বলা হয় pallbearer।
580. A 'pilgrim' is a person who undertakes a journey to a-
A new country
Holy place
Bazar
Mosque
ব্যাখ্যা: Hints: Pilgrim অর্থ তীর্থযাত্রী, যারা সাধারণত কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করে।