Image
MCQ
101. Abutment যয়ের মধ্যবর্তী সব সাপোর্টকে বলা হয়-
Protection bed
Pier
Curtain wall
কোনটি নয়
102. মাটির অ্যাংগেল অব রিপোজ- এর মান হয়-
৩৩°-৪২°
৩০°- ৪৫°
৩৫°- ৪৫°
৪৫°- ৬০°
103. ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
৫ মিটার
৮ মিটার
১০ মিটার
৬ মিটার
106. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অন্য কোন পদার্থের পার্শ্ব চাপ প্রতিরোধ করে তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনটি নয়
108. বুনিয়াদে লাইম কংক্রিটের চুন: সুরকিঃ খোয়া-
১:৩:৫
১:২:৫
১:২:৬
১:১/২:৩
109. মাটি ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
১/৪ অংশ
১/৩ অংশ
১/৬ অংশ
১/৫ অংশ
111. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binding wire) কত কেজি ধরা হয়?
২ কেজি
১ কেজি
৩ কেজি
১.৫ কেজি
112. Wing wall এর পুরুত্ব কত হয়?
২৫ সে.মি. থেকে ৩০ সে.মি.
২০ সে.মি. থেকে ৩৫ সে.মি.
৩০ সে.মি. থেকে ৪০ সে.মি.
৪০ সে.মি. থেকে ৫০ সে.মি.
113. টাই এর দৈর্ঘ্য হয়-
কভার বাদে চারদিকে যোগফল +৩০ সে.মি.
কভার বাদে চারদিকে যোগফল +২০ সে.মি.
কভার বাদে চারদিকে যোগফল +১০ সে.মি.
কভার সহ চারদিকে যোগফল +৫ সে.মি.
114. ট্রাস এ রিভেট এবং নাট- বোল্ট- এর জন্য মোট লোহার কাজের কত ভাগ ধরা হয়?
৬%
৫%
৭%
৪%
115. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
116. Wing Wall সাধারণত কত প্রকার হয়?
৩ প্রকার
৪. প্রকার
৫ প্রকার
২ প্রকার
117. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্তয় হয়?
৫-৬ মিটার
৬-৮ মিটার
৬-৭ মিটার
৭-৮ মিটার
118. অগভীর নলকূপের গভীরতা কত মিটার পর্যন্ত হয়?
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
119. গাসেট প্লেটের ওজন ট্রাসের ওজনের শতকরা কত ভাগ ধরা হয়?
২০%
১৮%
১৫%
১০%
120. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
১২০°
৯০°
১০০°
৪৫°