Image
MCQ
141. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল –
ভূমি × উচ্চতা
1/2 (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
½ × ভূমি × উচ্চতা
সামান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য উচ্চতা
143. ১০০ বর্গফুট HBB- এর জন্য ইটের প্রয়োজন বিষয়ক মন্ত্রণালয় -
৬০০টি
৫০০টি
৪৫০টি
৫৫০টি
144. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
31 টি
52 টি
42 টি
62 টি
145. ১০৬ অনুপাতে ১৫’-০" লম্বা, ৯’-০’ চওড়া ও ১০’’ পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে-
৩,০০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,০০০,০০ টাকা
146. 1: 2: 4 অনুপাতে 200cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমান আনুমানিক কত?
170 cft
100 cfl
200 cft
136 cft
147. ১৪৩:৬ অনুপাতের ১০ ঘনমিটার সিমেন্ট কংক্রিটে সিমেন্টের পরিমাণ কত ?
40 ব্যাগ
45 ব্যাগ
44 ব্যাগ
46 ব্যাগ
150. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য?
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজমডোল সূত্র
সবগুলোই
কোনোটিই নয়
151. 1:2:4 অনুপাতে 50 ঘনফুট কংক্রিট তৈরি করতে সিমেন্ট লাগে কত ব্যাগ?
5 ব্যাগ
9 ব্যাগ
7.5 ব্যাগ
11ব্যাগ
153. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
৮৬ মিটার
১০ মিটার
১২ মিটার
১৪ মিটার
155. ৬০০ মিমি ডায়া ও ৩০ মিটার দীর্ঘ একটি কাষ্ট ইন সিটু পাইল ১:১.৫:৩ অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন-
৬৬ ব্যাগ
৬০ ব্যাগ
৭৫ ব্যাগ
৫০ ব্যাগ
156. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
২০.০ লিটার
৩০.০ লিটার
২২.৫ লিটার
কোনোটিই নয়
158. ১ হেক্টর সমান-
১০০০০ বর্গমিটার
১০০০ বর্গমিটার
১০০০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
159. ১:১.৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কনক্রিটে বালুর পরিমাণ-
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
160. ১:৩:৬ অনুপাতে ১০০ কনক্রীটে সিমেন্ট প্রয়োজন -
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
১১ ব্যাগ