Image
MCQ
3241. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফিল্ডের ঘূর্ণনের দিক নির্ভর করে- উপর।
পোলের সংখ্যার
সাপ্লাই ভোল্টেজের পরিমাণের
সাপ্লাই ফ্রিকুয়েন্সির
সাপ্লাই ভোল্টেজের ফেজ সিকুয়েন্সের
3243. বৃহৎ ইন্ডাকশন মোটরে সরাসরি লাইন স্টার্টিং এড়িয়ে চলা এবং স্টার্টার ব্যবহার করা উচিত, কারণ-
স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি
মোটর এর ফুল লোড কারেন্ট নিতে 5 হতে 7 মিনিট সময় নেয়
মোটর বিপজ্জনক গতিতে চলতে পারে
মোটর উল্টাদিকে চলতে পারে
3245. যদি 4-পোলের একটি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড হয় 1500 rpm, তবে এর সাপ্লাই ফ্রিকুয়েন্সি হবে-
25Hz
50Hz
60Hz
75Hz
3246. একটি ইলেকট্রিক মোটর, যাতে রোটর এবং স্টেটর ফিল্ড যুগপৎভাবে ঘুরে, তাকে বলা হয়-
ডি.সি. মোটর
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সাল মোটর
সিনক্রোনাস মোটর
3247. কারেন্টের ম্যাগনেটাইজিং উপাদান অনেক বেশি হয়, কারণ-
প্রয়োজনীয় ফ্লাক্স বেশি হয়
স্টেটর ওয়াইন্ডিং এর সংখ্যা তুলনামূলকভাবে কম হয়
মোটরে এয়ার-গ্যাপ থাকে
আয়রন লসের অতিরিক্ত ফ্রিক্‌শন ও উইন্ডেজ লস হয়
3248. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর ও রোটরের মাঝখানে এয়ার-গ্যা।য সাধারণত-
0.4 মিমি হতে 1 মিমি
1 সেমি হতে 2 সেমি
2 সেমি হতে 4 সেমি
4 সেমি হতে 6 সেমি
3249. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটরে সর্বোচ্চ ভোল্টেজ আবিষ্ট হয় তখন, যখন এটি-
নো-লোডে চলে
ফুল লোডে চলে
ব্লকড্ হয়
হাফ্ লোডে চলে
3250. একটি 4-পোল, 5011z-এর ইন্ডাকশন মোটর 5% স্লিপে চলে। রোটরে আবিষ্ট ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
60Hz
50Hz
25Hz
2.5Hz
3252. একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর নিম্নের কোনটির মতো ব্যবহার করে?
একটি রেজিস্টরের মতো
একটি ইন্ডাক্টরের মতো একটি ক্যাপাসিটরের মতো কোনোটির মতোই নয়
একটি ক্যাপাসিটরের মতো
কোনোটির মতোই নয়
3253. কনস্ট্যান্ট লোডে চালু অবস্থায় একটি সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন যদি বৃদ্ধি করা যায়, তবে এর টর্ক অ্যাঙ্গেল অপরিহার্যভাবে-
হ্রাস পাবে
স্থির থাকবে
বৃদ্ধি পাবে
এর নো-লোড মানের দ্বিগুণ হবে
3254. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটের রিয়‍্যাষ্ট্যান্স সর্বোচ্চ হয়-
নো-লোডে
ফুল লোডে
হাফ বা ফুল লোডে
স্টার্টিং-এ
3255. সিনক্রোনাস মোটরের জন্য স্ট্যান্ডার্ড ফুল লোড পাওয়ার ফ্যাক্টর রেটিং হলো-
ইউনিটি অথবা 0.8 লিডিং
ইউনিটি অথবা ০.৪ ল্যাগিং
ইউনিটি অথবা জিরো
জিরো অথবা 0.8 লিডিং
3256. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের-
সরাসরি সমানুপাতিক
উল্টানুপাতিক
এক-চতুর্থাংশ
কোনোটির মতোই নয়
3257. -পোল, 50Hz-এর একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর ফ্রিকুয়েন্সি কত হবে, যদি মোটরটি থেমে থাকে?
জিরো
25Hz
50Hz
60Hz
3258. একটি তিন ফেজ ইন্ডাকশন মোটর কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে?
স্টিডি
অল্টারনেটিং
রোটেটিং
কোনোটিই নয়
3259. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল
3260. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর স্পিড সিনক্রোনাস স্পিডের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়