MCQ
3241. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর স্পিড সিনক্রোনাস স্পিডের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর স্পিড সিনক্রোনাস স্পিডের চেয়ে কম হয়। আর যদি সমান হয় তাহলে মোটরটি বন্ধ হয়ে যাবে।
3242. যদি 4-পোলের একটি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড হয় 1500 rpm, তবে এর সাপ্লাই ফ্রিকুয়েন্সি হবে-
25Hz
50Hz
60Hz
75Hz
3243. একটি ইলেকট্রিক মোটর, যাতে রোটর এবং স্টেটর ফিল্ড যুগপৎভাবে ঘুরে, তাকে বলা হয়-
ডি.সি. মোটর
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সাল মোটর
সিনক্রোনাস মোটর
3244. যখন একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কোনো লোড থাকে না তখন স্লিপ হয়-
10
02
0.5
শূন্য
3245. কনস্ট্যান্ট লোডে চালু অবস্থায় একটি সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন যদি বৃদ্ধি করা যায়, তবে এর টর্ক অ্যাঙ্গেল অপরিহার্যভাবে-
হ্রাস পাবে
স্থির থাকবে
বৃদ্ধি পাবে
এর নো-লোড মানের দ্বিগুণ হবে
3246. 4-পোল, 50Hz-এর একটি প্রি-ফেজ ইন্ডাকশন মোটর যদি 1450 rpm-এ চলে, তবে এর স্লিপ হবে-
2.5%
1.3%
5%
50%
3247. -পোল, 50Hz-এর একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর ফ্রিকুয়েন্সি কত হবে, যদি মোটরটি থেমে থাকে?
জিরো
25Hz
50Hz
60Hz
3248. একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর নিম্নের কোনটির মতো ব্যবহার করে?
একটি রেজিস্টরের মতো
একটি ইন্ডাক্টরের মতো একটি ক্যাপাসিটরের মতো কোনোটির মতোই নয়
একটি ক্যাপাসিটরের মতো
কোনোটির মতোই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Synchronous motor is over-excited then its power factor will be leading. An over-excited synchronous motor running at no load is known as the synchronous capacitor or synchronous condenser.
3249. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের-
সরাসরি সমানুপাতিক
উল্টানুপাতিক
এক-চতুর্থাংশ
কোনোটির মতোই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেকানিক্যাল পাওয়ার PV-R সুতরাং, সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের সমানুপাতিক।
3250. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর ও রোটরের মাঝখানে এয়ার-গ্যা।য সাধারণত-
0.4 মিমি হতে 1 মিমি
1 সেমি হতে 2 সেমি
2 সেমি হতে 4 সেমি
4 সেমি হতে 6 সেমি
3251. থ্রি-ফেজ উন্ড রোটর মোটরকে বলা হয়- মোটর।
সিনক্রোনাস
স্লিপ রিং
সিরিজ
কমুটেটর
3252. সিনক্রোনাস মোটরের জন্য স্ট্যান্ডার্ড ফুল লোড পাওয়ার ফ্যাক্টর রেটিং হলো-
ইউনিটি অথবা 0.8 লিডিং
ইউনিটি অথবা ০.৪ ল্যাগিং
ইউনিটি অথবা জিরো
জিরো অথবা 0.8 লিডিং
3253. কারেন্টের ম্যাগনেটাইজিং উপাদান অনেক বেশি হয়, কারণ-
প্রয়োজনীয় ফ্লাক্স বেশি হয়
স্টেটর ওয়াইন্ডিং এর সংখ্যা তুলনামূলকভাবে কম হয়
মোটরে এয়ার-গ্যাপ থাকে
আয়রন লসের অতিরিক্ত ফ্রিক্শন ও উইন্ডেজ লস হয়
3254. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফিল্ডের ঘূর্ণনের দিক নির্ভর করে- উপর।
পোলের সংখ্যার
সাপ্লাই ভোল্টেজের পরিমাণের
সাপ্লাই ফ্রিকুয়েন্সির
সাপ্লাই ভোল্টেজের ফেজ সিকুয়েন্সের
3255. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ইউনিটি
0.8 লিডিং
0.8 ল্যাগিং
0.9 লিডিং
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্বাভাবিক এক্সাইটেড সিনক্রোনাস মোটর একটি রেজিস্টরের মতো কাজ করে। * আন্ডার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ইন্ডাক্টরের মতো কাজ করে। * ওভার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ক্যাপাসিটরের মতো কাজ করে।
3256. একটি 4-পোল, 5011z-এর ইন্ডাকশন মোটর 5% স্লিপে চলে। রোটরে আবিষ্ট ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
60Hz
50Hz
25Hz
2.5Hz
3257. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটের রিয়্যাষ্ট্যান্স সর্বোচ্চ হয়-
নো-লোডে
ফুল লোডে
হাফ বা ফুল লোডে
স্টার্টিং-এ
3258. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটরে সর্বোচ্চ ভোল্টেজ আবিষ্ট হয় তখন, যখন এটি-
নো-লোডে চলে
ফুল লোডে চলে
ব্লকড্ হয়
হাফ্ লোডে চলে
3259. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল
3260. একটি তিন ফেজ ইন্ডাকশন মোটর কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে?
স্টিডি
অল্টারনেটিং
রোটেটিং
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি তিন ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় ফলে এটি নিজে নিজে স্টার্ট নিতে পারে।