Image
MCQ
3646. SF6 সার্কিট ব্রেকারে কোন ধরনের পাওয়ার ব্যবহৃত হয়?
High power
Medium power
Low power
কোনোটিই নয়
3648. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
3649. SF6 গ্যাসের ডাই-ইলেকট্রিক কত গুণ? স্ট্রেংথ বাতাসের তুলানায়--
2গুণ
2-3 গুণ
3 গুণ
কোনোটিই নয়
3650. ফিউজ কীরূপ যন্ত্র?
নিয়ন্ত্রণ যন্ত্র
রক্ষণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
3652. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
3653. HRC ফিউজে কেমন তার ব্যবহৃত হয়?
তামার তার
রুপার তার
লোহার তার
স্টিলের তার
3654. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়‍্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
3656. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
3660. Transformer ও Conservator-এর মাঝে কোন রিলে ব্যবহৃত হয়?
বুখলজ রিলে
ডিফারেনশিয়াল রিলে
পটেনশিয়াল ট্রান্সফর্মার
কোনোটিই নয়