Image
MCQ
3662. থার্মাল রিলের হিটার কয়েল কোথা হতে কারেন্ট পায়?
PT
CT
ওয়াটমিটার
ভোল্টমিটার
3664. ট্রান্সমিশন লাইনের প্রটেকশন কত প্রকার?
তিন প্রকার
পাঁচ প্রকার
চার প্রকার
ছয় প্রকার
3665. ফিউজিং কারেন্ট নির্ভরশীল নিম্নের কোন বিষয়ের উপর?
ফিউজ এলিমেন্টের পদার্থের উপর
ফিউজ এলিমেন্টের দৈর্ঘ্যের উপর
ফিউজ এলিমেন্টের ব্যাসের উপর
সবগুলো
3667. আইসোলেটর কীরূপে ব্যবহৃত হয়?
লোডযুক্ত
লোডবিহীন অবস্থায়
শর্টসার্কিট অবস্থায়
ভার ছিঁড়ে গেলে
3668. সার্কিটে ফিউজ কীভাবে লাগানো থাকে?
সিরিজে
প্যারালালে
উভয়
কোনোটিই নয়
3669. সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়্যারে কত কারেন্ট প্রবাহিত হয়।
1A
2A
5A
0A
3670. রিন্সের মধ্যে প্লাগ সেটিং কয়েল কেন ব্যবহৃত হয়?
কারেন্ট এর পরিবর্তন করার জন্য
ভোল্টেজ এর পরিবর্তন করার জন্য
ওফ্রিকুয়েন্সি এর পরিবর্তন করারন্য জন্য
তাপমাত্রার পরিবর্তন করার জন্য
3671. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
180° পর্যন্ত
90° পর্যন্ত
240° পর্যন্ত
360° পর্যন্ত
3672. আইসোলেটর কীরূপ যন্ত্র---
রক্ষণ যন্ত্র
নিয়ন্ত্রণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
3675. রি-অয়্যারেবল ফিউজ কোথায় ব্যবহার করা হয়?
আবাসিক বাড়িতে
অফিসে।
কলকারখানায়
ক ত্ত খ
3676. অল্টারনেটরের স্টেটর ওয়াইন্ডিং ত্রুটি কোনটি?
ফেজ টু ফেজ ফল্ট
ফেজ টু গ্রাউন্ড ফল্ট
ইন্টার টার্ন ফল্ট
সবগুলো
3677. স্ট্যাটিক রিলে কী কী কজে ব্যবহৃত হয়?
জেনারেটর প্রটেকশন-এ
বাসবার প্রটেকশন-এ
ট্রান্সমিশন লাইন প্রটেকশন-এ
সবগুলো
3679. শর্টসার্কিট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে বলে।
ব্রেকিং ক্যাপাসিটি
কাট-অফ কারেন্ট
ফিউজিং কারেন্ট
প্রসপেকটিভ কারেন্ট