EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4241. মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানি ব্যবহৃত হবে-
LNG
Diesel
HFO (Heavy Fuel Oil)
Coal
ব্যাখ্যা: ব্যাখ্যা : মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে কয়লা। এর মোট উৎপাদন ক্ষমতা 1200MW
4242. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
ব্যাখ্যা: ব্যাখ্যা: Rooppur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০MW
4243. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
বায়ুশক্তি
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
জোয়ারভাটা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নবায়নযোগ্য শক্তি হলো শক্তির এমন উৎস, যা পুনরায় বা বার বার ব্যবহার করা যায়, নিঃশেষিত হয় না। যেমন- বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ারভাটা, জলপ্রবাহ, জৈবশক্তি, ভূ- তাপ, সমুদ্রতরঙ্গ, সমুদ্র-তাপ, হাইড্রোজেন ফুয়েল সেল, পারমাণবিক শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস।
4244. কোন ধরনের power plant-এর running cost সবচেয়ে কম?
Nuclear
Thermal
Hydro
Diesel
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ সবচেয়ে কম বলে Hydro power plant-এর running cost সবচেয়ে কম।
4245. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত হয়-
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
ডিজেল টারবাইন
ব্যাখ্যা: ব্যাখ্যা: The heat produced during nuclear fission in the reactor core is used to boil water into steam, which turns the blades of a steam turbine. As the turbine blades turs, they drive generators that make electricity
4246. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা-
2 x 50MW
230MW
3x40MW
330MW
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের উৎপাদন ক্ষমতা 230MW। এটি ১৯৬২ সালে নির্মাণ করা হয়।
4248. কোন বিদ্যুৎ কেন্দ্রে আমদানিকৃত কয়লা ব্যবহৃত হয় না?
Barapukuria
Rampal
Meghnaghat
Materbari
ব্যাখ্যা: ব্যাখ্যা : বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে যে কয়লা ব্যবহার হবে তা বাইরে থেকে আমদানি করা হয় না।
4249. বাংলাদেশের নির্ণীয়মান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হয়-
1000MW
2x 1500MW
1200MW
2 x 1200MW
ব্যাখ্যা: ব্যাখ্যা : বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুইটি ইউনিট। প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200MW.
4250. আমাদের দেশের শহর এলাকাতে Roof top photovoltaic system-
সরাসরি battery-তে
নিকটস্থ transformer-এ
ভবনের বৈদ্যুতিক
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: শহর এলাকাতে Roof top photovoltaic system থাকে সরাসরি battery-তে।
4251. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে Coolant হিসেবে হেভি ওয়াটার, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, তরল সোডিয়াম, সোডিয়াম- পটাশিয়াম অ্যালয় ব্যবহার করা হয়।
4252. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
ব্যাখ্যা: নোট: সাধারণত লাইফ লাইন বলতে বুঝায় ১ থেকে ৫০ একক এর মধ্যে ব্যবহারকারী গ্রাহকদের।
4254. PGCB বিদ্যুৎ--
বিতরণ করে
উৎপাদন করে
সঞ্চালন করে
বিক্রি করে
ব্যাখ্যা: ব্যাখ্যা: PGCB একমাত্র প্রতিষ্ঠান যা বিদ্যুৎ ট্রান্সমিশন বা সঞ্চালন করে।
4255. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
অ্যামোনিয়া
ইথেন
হাইড্রোজেন
মিথেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন গ্যাস (CH)।
4256. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
১৯৬৬
১৯৭২
১৯৭০
১৯৭৪
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বোর্ডটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে।
4257. আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে প্রধান যে জ্বালানি ব্যবহার হয়-
nuclear
gas
coal
O2
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি হলো গ্যাস। গ্যাস এদেশে সহজলভ্য হওয়ায় জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়।
4258. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের পাওয়ার সিস্টেমকে তিনভাগে ভাগ করা যায়- (1) Generation sector (ii) Transmission sector (i) Distribution sector
4259. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৯ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৮ লিডিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর হলো ইউনিটি বা'।'। কিন্তু ব্যস্তবিক ক্ষেত্রে কিছু ইন্ডাকটিভ লোড ব্যবহৃত হয় বলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আমাদের জন্য লাভজনক। তবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মান যত বেশি হবে ততই ভালো হবে।
4260. Diesel power plant সাধারণত হিসেবে ব্যবহৃত হয়--
Peak loadplant
base load plant
standby plant
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্ট্যান্ডবাই প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।