MCQ
4781. '১১০ ভোল্ট এসি' বুঝায় যে, ১১০ ভোল্ট হচ্ছে-
গড় মান
RMS মান
তাৎক্ষণিক মান
সর্বোচ্চ মান
4782. একটি ৪০০ ভোল্ট থ্রি-ফেজ লোড ১০ অ্যাম্পস কারেন্ট নেয়। এটার VA rating হচ্ছে-
8,000
৬.৫২০
৬,৯২৮
১২,০০০
4783. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে, তা-
০.২৪ ক্যালরি
২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪০ ক্যালরি
4784. একটি ৩-ফেজ সার্কিটে স্টার সংযোগস্থলে কারেন্টের তাৎক্ষণিক মান-
সর্বোচ্চ
সর্বনিম্ন
শূন্য
ইউনিটি
4785. সরবরাহ ফ্রিকুয়েন্সি বাড়লে একটি ইন্ডাকটিভ কয়েল এর---
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই বাড়বে
রিয়্যাকট্যান্স বাড়বে, ইফেকটিভ রেজিস্ট্যান্স কমবে
রিয়্যাকট্যান্স কমবে, ইফেকটিভ রেজিস্ট্যান্স বাড়বে
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই কমবে
4786. ০.১ মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স-এর একটি ক্যাপাসিটরকে ১০০ ভোল্ট সরবরাহ দ্বারা চার্জ করা হলে উক্ত ক্যাপাসিটরে কত এনার্জি সঞ্চিত হবে?
০.১০১০ জুল
০.১০১০ জুল
০.০০০৫ জুল
০.১০১০ জুল
4787. একটি ওয়েভের জন্য নিম্নের কোন সম্পর্কটি সঠিক?
ফরম ফ্যাক্টর = গড় মান/সর্বোচ্চ মান
ফরম ফ্যাক্টর = গড় মান/ইফেকটিভ মান
ফরম ফ্যাক্টর = সর্বোচ্চ মান/গড় মান
ফরম ফ্যাক্টর = ইফেকটিভ মান/গড় মান
4788. ৭.০৭ আর.এম.এস অ্যাম্পিয়ার অল্টারনেটিং কারেন্টের সর্বোচ্চ মান-
৪.৭৬ অ্যাম্প
৪.৯৯ অ্যাম্প
১০ অ্যাম্প
১.৭০ অ্যাম্প
4789. ভোল্টেজ ডিভাইডার একটি-
সিরিজ সার্কিট
সংযুক্ত সার্কিট
প্যারালাল সার্কিট
রেজোন্যান্স সার্কিট
4790. একটি ওয়াটমিটার নিম্নের কোন মানটি দেখায়?
অ্যাপারেন্ট পাওয়ার
অ্যাকটিভ পাওয়ার
রিয়্যাকটিভ পাওয়ার
কে.ভি.এ. মান
4791. একটি R.L..C রেজোন্যান্স সার্কিটের জন্য কোন্টি সঠিক ---
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বনিম্ন মানে থাকে
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
প্যারালাল সার্কিটে ইম্পিড্যান্স সর্বনিম্ন মানে থাকে
প্যারালাল সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
4792. সিগন্যাল জেনারেটর থেকে একটি ইন্ডাক্টরে এসি ভোল্টেজ সরবরাহ করে এর ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে বাড়াতে থাকলে ইন্ডাস্টিড রিয়্যাকট্যান্স--
কমতে থাকবে
বাড়তে থাকবে
সবক্ষেত্রে সমান থাকবে
শূন্য মানের দিকে ধাবিত হবে
4793. সাইনোসয়ডাল ভোল্টেজ এবং কারেন্টের জন্য নিম্নের কোন সানি কান সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে 90° অগ্রগামী থাকে?
বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে
বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে
বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে
সিরিজ সার্কিটে
4794. একটি ৩-ফেজ সার্কিটের পাওয়ার পরিমাপ করার জন্য।। দুটি ওয়াটমিটার সংযোগ করা হলো। প্রথমটি ২০০০ ওয়াট এবং দ্বিতীয়টির কারেন্ট কয়েল উল্টা সংযোগ করে ১৫০০ ওয়াট পাঠ পাওয়া গেল। মোট পাওয়ার কত?
৫০০ ওয়াট
৩০০০ ওয়াট
৩৫ ওয়াট
৫০০০ ওয়াট
4795. একটি R.L.C প্যারালাল সার্কিটে কোল্টিন্ট সঠিক?
লাইন কারেন্ট সর্বনিম্ন
লাইন কারেন্ট সর্বোচ্চ
পাওয়ার ফ্যাক্টর লিডিং
পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং
4796. ভোল্টেজ রেজোন্যান্সের জন্য কোনটি ঠিক?
সিরিজ সার্কিটে
প্যারালাল সার্কিটে
সিরিজ-প্যারালাল সার্কিটে
কোনো নির্দিষ্ট নয়
4797. 'RMS' বলতে বুঝায়?
Real Music Sound
Root Mean Square
Root Mean sine
Root Meat Sizzles
4798. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৬৫ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৬ লিডিং
4799. একটি ১০০ ওয়াটের বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির রোধের তুলনায়-
৪০ ওহম বেশি
কম
বেশি
সমান
4800. একটি ক্যাপাসিটরের চার্জিং সময় নির্ভর করে—
ডাই-ইলেকট্রিক-এর উপর
কারেন্টের পরিমাণের উপর
Time constant-এর উপর
আয়তন-এর উপর