Image
MCQ
4801. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
4802. একটি AC সার্কিট Voltage current-কে 60 degree Lead করে। Power factor কত?
0.866 lag
0.5 lag
0.5 lead
0.60 lag
4803. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তির শীর্ষমান 1.41V হলে এর বর্গমূল গড় মান কত?
1V
2V
100V
None
4805. Series Resonance-এর বেলায় কোনটি সত্য?
Impedance সর্বোচ্চ
Impedance সর্বনিম্ন
Power factor lagging
Power factor leading
4806. একটি 5H inductor এর কারেন্ট 0.2 sec-এ 3A পরিবর্তন হলে inductor-টির দুইপ্রান্তে কত voltage পাবে?
75V
3V
1.2V
5V
4808. দুটি ১০µF ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্সের মান হবে-
১০০µF
৫.৫µF
৫.0µF
২০µF
4809. Skin effect-এর জন্য conductor-এর resistance-
কমে
একই থাকে
বাড়ে
কোনোটিই নয়
4810. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেক্টিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
4811. বৈদ্যুতিক লাইনে পাওয়ার ফ্যাক্টর উন্নতির জন্য ব্যবহার করা হয়-
মোটর
ক্যাপাসিটর
জেনারেটর
রিলে
4812. কখন ভোল্টেজ Regulation নেগেটিভ হয়?
Inductive load
Capacitive load
Resistive load
কোনোটাই নয়
4813. অল্টারনেটিং Current-এর RMS-এর মান ৫ Amp হলে সর্বোচ্চ মান হবে-
১০ Amp
৭.০৭ Amp
৭.৫ Amp
কোনোটিই নয়
4815. 100 টি 2F ধারক সমান্তরালে লাগালে তুল্য ধারকত্ব কত?
50F
200F
100F
কোনোটিই নয়
4816. একটি তরঙ্গের পিরিয়ড (তরঙ্গদৈর্ঘ্য) ১ মিলিসেকেন্ড; তার ফ্রিকুয়েন্সি (কম্পাঙ্ক) হচ্ছে--
১ হার্টজ
১০ হার্টজ
১০০ হার্টজ
১০০০ হার্টজ
4817. টাইম পিরিয়ড (T) ও ফ্রিকুয়েন্সি (f)-র মধ্যে সম্পর্ক কী?
T=1/f
T=1/2f
T=.85/f
T=f
4818. কোন Ideal বর্তনীতে কারেন্ট, ভোল্টেজের 90° অগ্রগামী থাকে?
Resistive
Inductive
Capacitive
Resonance
4819. ক্যাপাসিটর--- আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
স্ট্যাটিক চার্জ
কারেন্ট
ইলেকট্রিসিটি মলিকুল
4820. ৩ ফেজ লাইনের ভোল্টেজ ৪০০ ভোল্ট হলে, এর সিঙ্গেল ফেজ ভোল্টেজ পরিমাপ কত হবে?
১৮০ ভোল্ট
২০০ ভোল্ট
২৩১ ভোল্ট
২৫০ ভোল্ট