EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4821. দুটি Capacitor-এর একটির মান 10µF এবং অপরটির মান 100µF. Capacitor দুটি series-এ সংযুক্ত করা হলে মোট capacitance হবে-
110µF
90µF
90.90μF
9.09µF
4823. নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
মেমরি
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
এ.এল.ইউ
ব্যাখ্যা: Microprocessor components: control unit, 1/0 unit, Arithmetic logic unit (ALU) Registers, Cache.
4825. কম্পিউট (Compute) শব্দের অর্থ কী?
হিসাব করা
গণনা করা
লেখাপড়া করা
খেলাধুলা করা
ব্যাখ্যা: Computer শব্দটি গ্রিক শব্দ কম্পিউট (Compute) শব্দ থেকে এসেছে। যার অর্থ হিসাব বা গণনা করা। আর Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। ১৯৬৪ সালে প্রথম কম্পিউটার আসে।
4827. একটি ওয়েভ এক সাইকেলে যে দূরত্ব অতিক্রম করে, তাকে কী বলে? |BREB-
Cycle
Frequency
Wavelength
None
4828. বুলিয়ান-এর ম্যাপ পদ্ধতি কে প্রস্তাব করেন?
Karnaugh
Vetich
Kemugh and Vetich
কেউ না
ব্যাখ্যা: বুলিয়ান ম্যাপ প্রস্তাব করেন Vetich-
4829. ৪086 P-এর বাস স্ট্রাকচার কয় ভাগে বিভক্ত?
2
3
4
5
ব্যাখ্যা: 8086 up. এর বাস তিন প্রকার। যথা- (i) Address bus (ii) Data bus (iii) Control bus.
4830. কোনটি গণনা পদ্ধতি নয়?
ডেসিমেল
বিসিডি
হেক্সাডেসিমেল
অকট্যাল
ব্যাখ্যা: Numbering System: Decimal, Binary, Octal, Hexadecimal.
4831. 2, 3, 3 6µF এর তিনটি ধ্রুবক শ্রেণিসমবায়ে 10V উৎসের সাথে সংযুক্ত। 3µF ধারকটিতে আধানের পরিমাণ কত?
5μα
10μC
15μC
12µC
4832. একটি ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের চেয়ে কত ডিগ্রি পিছনে থাকে?
40°
90°
180°
30°
4833. নিচের কোনটি 8085 Flag নয়?
CF
SF
ZF
DF
ব্যাখ্যা: Intel 8085 Microprocessor Flas is: Carry flag (CY), Auxiliary carry flag (AC) Sign flag (s), Parity flag (P), Zero flag (Z).
4834. বাইনারি 1001101-কে 1's কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
0110010
1100011
1111111
1000000
ব্যাখ্যা: 1's complement-এ। কে। এবং ০ কে। করা হয় = 0110010
4835. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেকটিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
4836. একটি বৈদ্যুতিক বাতি 220V, 50Hz সরবরাহ লাইনের সাথে সংযুক্ত আছে। বর্তনীর শীর্ষ বিভব কত?
110V
311V
220V
320V
4837. একটি 3-Phase AC সার্কিটে Power মাপার জন্য কমপক্ষে কয়টি Wattmeter প্রয়োজন?
১8
8
4838. একটি RLC সার্কিটে C-এর মান কমানো হলে Resonance frequency-
অপরিবর্তিত থাকবে
বেড়ে যাবে
যে-কোনোটি হতে পারে
কমাবে