Image
MCQ
5324. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
qE
q/E
E/q
q^2E
5325. কোনো চৌম্বকক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার মান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না?
আধানের পরিমাণ
চৌম্বকক্ষেত্রের মান
আধানের বেগ
আধানের প্রকৃতি
5326. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
5327. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
উপাদান ল
তড়িৎপ্রবাহ
দৈর্ঘ্য
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফ
5336. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ফ্যারাডের সূত্র
লেঞ্জ এর সূত্র
ফ্লেমিং এর ডান হাত সূত্র
ফ্লেমিং এর বাম হাত সূত্র
5337. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ