Image
MCQ
5341. 230W, 100V বাল্বে জ্বলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হবে?
2.3A
23000A
23A
কোনোটিই নয়
5346. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
5348. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
5350. যদি কোনো পরিবাহী তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে উক্ত তারের রেজিস্ট্যান্স-
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেক হয়
এক-চতুর্থাংশ হয়
এক-অষ্টমাংশ হয়
5352. বৈদ্যুতিক বাঘের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
সংকর
সিসা
টাংস্টেন
তামা
5353. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
5354. একটি প্রোটন (Proton)-এর চার্জের পরিমাণ কত?
1.6 × 10^-19 কুলম্ব
-1.6 × 10^-19 কুলম্ব
0 কুলম্ব
1.6 × 10^-15 কুলম্ব
5356. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'