MCQ
5401. বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি?
রুপা
দস্তা
ইস্পাত
শুকনো কাঠ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিদ্যুৎ অপরিবাহী- রাবার, শুকনো কাঠ।
5402. কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না?
দৈর্ঘ্যের উপর
তাপমাত্রার উপর
প্রস্থচ্ছেদের উপর
বিভব পার্থক্যের উপর
5403. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
5404. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওহমের সূত্রের সীমাবদ্ধতাঃ
(1) তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
(ii) AC-তে ব্যবহৃত হয় না।
(iii) জটিল নেটওয়ার্কে ব্যবহৃত হয় না (ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল)
(iv) পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়
(v) ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম), ডায়োডে ব্যবহৃত হয় না।
5405. 33 Ω resistor সার্কিটে 2-A ত্বড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টরের ভোল্টেজ কত?
33V
66V
80V
132V
5406. একটি 440V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
একই পরিমাপ
5407. একটি বাচ্ছে 60W-220V লেখা থাকলে তার রোধ কত ওহম?
16.36
280.36
160.67
806.67
5408. ধনাত্মক আধান কোনদিকে বল লাভ করে?
পাবল্যের বিপরীতে
উভয় দিকে
প্রাবল্যের দিকে
কোনোটিই নয়
5409. 140V একটি ডায়ানামো 652 রোধের একটি বাতির মধ্য দিয়ে 24 তড়িৎ প্রবাহ ঘটায়। বাতির ব্যয়িত ক্ষমতা কত ওয়াট?
280W
130W
9100W
2800W
5410. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্যুৎ কুপরিবাহী বা অর্ধপরিবাহী যার মধ্যদিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। যেমন- ম্যাঙ্গানিজ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপ পরিবাহী।বিদ্যুৎ পরিবাহীঃ তামা, অ্যালুমিনিয়াম, নাইক্রোম।
5411. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৭ ঘণ্টা জ্বললে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
20.3kWh
203kWh
21.31kWh
290kWh
5412. Incandescent bulb-এর Filament কী দিয়ে তৈরি?
Nickel
Nichrome
Tungsten
Aluminium
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: Incandescent bulb-এ অনেক বেশি তাপের উৎপন্ন হয় বলে Filament হিসেবে Tungsten ব্যবহার করা হয়। কেননা, Tungsten-এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি (৩৪২২৭℃)।
5413. বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
প্রোটনের প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
নিউট্রনের প্রবাহ
তাপের প্রবাহ
5414. একটি 220V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
একই পরিমাপ
5415. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Universal Aromatic Computer (UNIVAC)-ই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার। আমেরিকার জেনারেল ইলেক্ট্রনিক্স কর্পোরেশন ১৯৫১ সালে UNIVAC-1 নামে বাণিজ্যিকভাবে কম্পিউটার বাজারজাত করে। পরবর্তীতে IBM কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসেবে বাজারজাত করে।
5416. ১০০ ওয়াট ও ২০০ ভোল্টবিশিষ্ট একটি বাতির রোধ কত?
১০০ ওহম
৪০০ ওহম
২০০ ওহম
৫০ ওহম
5417. ৪Ω রোধের একটি তারকে টেনে 6 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384Ω
785Ω
48Ω
14Ω
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য ৪ এবং রোধ = 642 হলে পরিবাহীর রোধ = 6x8 = 48Ω
5418. কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো-
অ্যামিটার
ব্যরোমিটার
রাডার
ভোল্টেজ
5419. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48Ω
14 Ω
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য = ৪ এবং রোধ = 6 Ω হলে পরিবাহীর রোধ = 6×8=48 Ω
5420. বৈদ্যুতিক কারেন্ট, সমান-
Q1 Amp.
VQ Amp.
Q/t Amp.
V/t Amp.