Image
MCQ
5401. একটি 440V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
একই পরিমাপ
5402. ধনাত্মক আধান কোনদিকে বল লাভ করে?
পাবল্যের বিপরীতে
উভয় দিকে
প্রাবল্যের দিকে
কোনোটিই নয়
5403. বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে কোনটি?
প্রোটনের প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
নিউট্রনের প্রবাহ
তাপের প্রবাহ
5405. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৭ ঘণ্টা জ্বললে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কত তড়িৎ শক্তি খরচ হবে?
20.3kWh
203kWh
21.31kWh
290kWh
5406. ৪Ω রোধের একটি তারকে টেনে 6 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384Ω
785Ω
48Ω
14Ω
5408. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
5409. কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো-
অ্যামিটার
ব্যরোমিটার
রাডার
ভোল্টেজ
5410. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48Ω
14 Ω
5411. 140V একটি ডায়ানামো 652 রোধের একটি বাতির মধ্য দিয়ে 24 তড়িৎ প্রবাহ ঘটায়। বাতির ব্যয়িত ক্ষমতা কত ওয়াট?
280W
130W
9100W
2800W
5413. কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না?
দৈর্ঘ্যের উপর
তাপমাত্রার উপর
প্রস্থচ্ছেদের উপর
বিভব পার্থক্যের উপর
5414. একটি 220V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
একই পরিমাপ
5415. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
5416. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ
5417. বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা কোন কপারের সর্বোচ্চ?
Induction hardened
Hard drawn
Pure annealed
With silicon traces
5418. 33 Ω resistor সার্কিটে 2-A ত্বড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টরের ভোল্টেজ কত?
33V
66V
80V
132V
5419. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
5420. বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি?
রুপা
দস্তা
ইস্পাত
শুকনো কাঠ