MCQ
5421. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
5422. DC কারেন্টের Frequency-
ইনফিনিটি
50Hz
শূন্য
কোনোটিই নয়
5423. ২২০০, ১০০W একটি বাতির রোধ কত হবে?
৪.৮৪Ω
৪৮.৪Ω
৪৮৪Ω
৪৮৪০Ω
5424. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়
5425. এক Horse Power হলো-
735.5W
746W
0.746kW
কোনোটিই নয়
5426. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
5427. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
5428. গৃহস্থালিতে ব্যবহৃত সিঙ্গেল ফেজ লাইনের বৈদ্যুতিক বিভব-
880V
200V
220V
440V
5429. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
5430. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
5431. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
5432. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
5433. একটি ৬০৯-এর বাল্ব দৈনিক ১৫ ঘণ্টা জ্বালালে-মাসে বিদ্যুৎ ব্যয় হবে-
২৭ ইউনিট
২০ ইউনিট
৩৫ ইউনিট
৪০ ইউনিট
5434. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
5435. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
5436. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
5437. একটি Capacitor-এর বিভব ৩৮ বাড়াতে ১২ µc চার্জ লাগলে ঐ Capacitor-এর Capacitance কত?
36 µF
15 µF
4 µF
0.25 µF
5438. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
5439. ১০০ ওয়াট ও ২০০ ভোল্টবিশিষ্ট একটি বাতির রোধ কত?
১০০ ওহম
৪০০ ওহম
২০০ ওহম
৫০ ওহম
5440. ব্যাটারির রেটিং প্রকাশ করা হয়-
অ্যাম্পিয়ার
ওয়াট
অ্যাম্পিয়ার আওয়ার
ওয়াট আওয়ার