EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5421. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
ব্যাখ্যা: ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
5423. একটি ৬০৯-এর বাল্ব দৈনিক ১৫ ঘণ্টা জ্বালালে-মাসে বিদ্যুৎ ব্যয় হবে-
২৭ ইউনিট
২০ ইউনিট
৩৫ ইউনিট
৪০ ইউনিট
5424. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
ব্যাখ্যা: CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
5425. ১০০ ওয়াট ও ২০০ ভোল্টবিশিষ্ট একটি বাতির রোধ কত?
১০০ ওহম
৪০০ ওহম
২০০ ওহম
৫০ ওহম
5426. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
ব্যাখ্যা: XOR gate-এর ইনপুট যখন দুটি হাই (1) অথবা দুটিই লো (0) হয় তখন আউটপুট হয়।
5427. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
ব্যাখ্যা: ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
5429. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
ব্যাখ্যা: Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
5430. গৃহস্থালিতে ব্যবহৃত সিঙ্গেল ফেজ লাইনের বৈদ্যুতিক বিভব-
880V
200V
220V
440V
5431. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ বা Internal resistance-এর মান শূন্য, তাকে Ideal voltage source বলে। অর্থাৎ, এ ধরনের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হতে কোনো বাধা পায় না, যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই। সুতরাং, এ ধরনের ভোল্টেজ সোর্সে কোনো পাওয়ার লস হয় না এবং দক্ষতা 100% হয়।
5432. একটি Capacitor-এর বিভব ৩৮ বাড়াতে ১২ µc চার্জ লাগলে ঐ Capacitor-এর Capacitance কত?
36 µF
15 µF
4 µF
0.25 µF
5433. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
ব্যাখ্যা: হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
5434. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
5436. ব্যাটারির রেটিং প্রকাশ করা হয়-
অ্যাম্পিয়ার
ওয়াট
অ্যাম্পিয়ার আওয়ার
ওয়াট আওয়ার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাটারির রেটিং প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার আওয়ার (Ahr)-এ।
5439. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
ব্যাখ্যা: ব্যাখ্যা: ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার প্রবণতাকে ম্যাগনেটোমোটিভ ফোর্স বা MMF বলে। MMF- এর একক Ampere-turn.
5440. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়