EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5581. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা এর base অথবা gate-এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা সাধারণত সুইচিং কিংবা অ্যামপ্লিফায়ার বর্তনীকে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
diode
resistor
varistor
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transistor: Transistor is a semiconductor device. It's used to amplify and switch electrical signols and power Diode Diode is an electronic device with we transmitting terminals that allows electric current flow in one direction while blocking current to oposile direction
5582. নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়-
লেজার ডায়োড
সাধারণ ডায়োড
ট্রানজিস্টর
টানেল ডায়োড
ব্যাখ্যা: ব্যাখ্যা: টানেল ডায়োড এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড। যা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। এতে অধিক পরিমাণে ডোপিং করা হয়। অত্যাধিক ডোপিং-এর কারণে এর জাংশনে টানেলিং ইফেক্ট হয়। এটি ফরোয়ার্ড বায়াস পায়ার সাথে সাথে কন্ডাকশনে চলে যায় এবং ভোল্টেজ বাড়াতে থাকলে কারেন্টও বৃদ্ধি পায়।
5583. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: যেসব পি-এন জাংশন ডায়োড ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং যার ক্যাপাসিট্যান্স রিভার্স বায়াস দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে ভ্যারাক্টর ডায়োড বলে।
5584. PRV-এর পূর্ণ অর্থ হলো-
Power Resistor Voltage
Peak Reverse Voltage
Population of Rural villages
Power Reactive Value
ব্যাখ্যা: ব্যাখ্যা: PRV = Peak Reverse Voltage
5585. রেকটিফায়ারের কাজ কী?
এসিকে ডিসি করা
ডিসি ভোল্টেজের মান বৃদ্ধি করা
ভোল্টেজকে রেগুলেট করা
ডিসি-কে এসি করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেক্টিফায়ার এসিকে ডিসি করে। ইনভার্টার ডিসিকে এসি করে।
5586. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডায়াক ল্যাম্প ডিমার সার্কিটে, ট্রায়াক-কে ট্রিগারিং করতে, হিট কন্ট্রোল সার্কিটে, স্পিড কন্ট্রোল এবং ইউনিভার্সাল মোটরে
5587. একটি Common collector transistor amplifier- এর সর্বোচ্চ voltage gain হলো-
10
100
1
কোনোটাই সত্য নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: The common collector amplifier has a voltage gain of about I or unity gain
5588. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ৬০% এবং সিসা ৪০% টিন: সিসা = ৬০:৪০
5589. সেন্টার ট্যাপড ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?
একটি
তিনটি
দুটি
চারটি
5590. কমন বেস ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কারেন্ট গেইন-
একের অধিক
দুইয়ের বেশি
একের চেয়ে কম
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: The common base (CB) configuration is less than unity. The typical current pain of a cominon base amplifier is 0.98
5591. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
5592. Resistance-এর কালার কোডে লাল রঙের সংখ্যা হলো-
8
ব্যাখ্যা: ব্যাখ্যা: কালো ০, বাদামি ১, লাল ২, কমলা = ৩, হলুদ 8, সবুজ = ৫, নীল = ৬, বেগুনি ৭, ধূসর ৮, সাদা = ৯
5594. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ইন্টারনাল ড্রপ সাধারণ ডায়োডের চেয়ে কম হয় এবং সুইচিং স্পিড সাধারণ ডায়োডের চেয়ে বেশি তাকে স্কটকি ডায়োড বলে। স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি 20KHz
5597. ---ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
কমন ইমিটার
কমন বেস
কমন কালেক্টর
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: The commun ematter (CE) configuration is the most commonly used transistors. Common emilter transimer are used most widely, because a common emitter mansistor amplifier provides high current gain, high voltage gain and high power gain
5598. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: PCB = Printed Circuit Board
5599. ট্রানজিস্টরের ইমিটার অংশে ---অপদ্রব্য মেশানো হয়।
অনেক কম
বেসের সমান
অনেক বেশি
কালেক্টরের সমান
5600. রেজিস্টরের তৃতীয় ব্যান্ড দ্বারা বুঝায়-
সংখ্যা মান
টলারেন্স
গুণক রাশি
একটিও না