EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5601. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
5604. মাইকা হলো এক ধরনের-
ইনসুলেটর
অর্ধপরিবাহী
কন্ডাক্টর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইনসুলেটরসমূহের নাম হলো- মাইকা, কাড়, আঅ্যাসবেস্টস, কাঠ।
5605. LSI এর জন্য নিচের কোন লজিক বেশি ব্যবহার করা হয়?
TTL
HTL
RTL
N MOS
ব্যাখ্যা: LSI-এর পূর্ণরূপ Large Scale Integration TTL-এর পূর্ণরূপ Transistor Transistor Logic
5606. সবচেয়ে ভালো মানের ফ্যাক্টর হলো-
অ্যালুমিনিয়াম
রুপা
তামা
সোনা
5607. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু
5609. হাফ-ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Transformer Utilization Factor (TUF) হলো-
0.287
0.121
0.693
0.842
5610. পঞ্চযোজী মৌল হলো-
সিলিকা
আর্সেনিক
গ্রাফাইট
গ্যালিয়াম
ব্যাখ্যা: ব্যাখ্যা: পঞ্চযোজী মৌল = অ্যান্টিমনি, বিসমাত, ফসফরাস, আর্সেনিক ত্রিযোজী মৌল = গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, আসেনিক।
5612. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
5613. যখন একটি ইনপুট সিগন্যাল A = 10100 একটি NOT গেটে প্রয়োগ করা হয়, তখন এর আউটপুট সিগন্যাল কত হবে?
01011
01001
10101
00101
ব্যাখ্যা: A = 10100 NOT A = 01011
5614. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-রিভাগ বায়াস পায়।
5616. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা:সেমিকন্ডাক্টর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স হ্রাস পায় ফলে এনার্জি প্রবাহিত হয়ে ইলেকট্রন উত্তেজিত হয় এবং কন্ডাক্টশন ব্যান্ডে চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বাড়লে বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাও বাড়ে।
5617. পালসেটিং ডিসি হলো-
পিউর ডিসি
সর্বোচ্চ দক্ষতায় ডিসি
এসি মিশ্রিত ডিসি
নিম্ন মানের ডিসি
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেক্টিফায়ারের আউটপুট যে ডিসি পাওয়া যায় তা সম্পূর্ণ খাঁটি ডিসি নয়, এসিযুক্ত এই ডিসি-কেই পালসেটিং ডিসি বলে।
5619. নিচের কোন গেইটটি ইউনিভার্সাল গেইট হিসাবে পরিচিত?
OR
AND
NOT
NAND
ব্যাখ্যা: ইউনিভার্সাল গেইট দুটি। এগুলো হলো- (i) NAND gate (ii) NOR gate.
5620. পাই ফিল্টারে থাকে-
দুটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টর
দুটি রেজিস্টর
একটি ইন্ডাক্টর ও দুটি ক্যাপাসিটর
শুধু ক্যাপাসিটর