EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17241. 'Frequency' is-
Noun
Adverb
Verb
Adjective
ব্যাখ্যা: Hints: 'Frequency' (পুনঃপুন সংঘটন) শব্দটি অর্থের দিক হতে noun এবং word টির শেষে cy suffix দ্বারাও word টি যে noun তা নির্দেশ
17242. What is the antonym of 'shabby'?
honesty
sober
new
hostile
ব্যাখ্যা: Hints: Shabby (জীর্ণ, ছেঁড়াখোঁড়া)-এর বিপরীত শব্দ হলো new (নতুন)। Honesty অর্থ- সততা, sober অর্থ- আত্মনিয়ন্ত্রিত, আর hostile অর্থ-বৈরী।
17243. Choose the plural number.
syllabus
news
physics
agenda
ব্যাখ্যা: Option plural number হলো agenda যার singular number হলো agendum। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular ।
17244. We shall return before the sun - .
set
will set
is set
sets
ব্যাখ্যা: Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝাতে present indefinite tense এবং Subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।
17245. The word 'liberal' implies-
Independent
permissive
unrestrained
submissive
ব্যাখ্যা: Hints: Liberal (বদান্য, উদার, মুক্তহস্ত, উদারমনা) শব্দটির অর্থ প্রকাশ পায় permissive (অনুমতিদায়ক) দ্বারা। অন্যদিকে independent অর্থ স্বাধীন
17246. That synonym of 'Sanguine' is
Sparkle
Cheerful
Careful
Scared
ব্যাখ্যা: Hints: Sanguine (আশাবাদী)-এর সমার্থক শব্দ হলো cherful (উদ্দীপনাপূর্ণ)। Sparkle অর্থ আলোর ঝলক, careful অর্থ সতর্ক আর soared অর্থ ভীত।
17247. Ambiguous means-
Unclear
Eager
Large
Increase
ব্যাখ্যা: Hints: Ambiguous (দ্ব্যর্থক)-এর সমার্থক শব্দ unclear (অস্বচ্ছ, পরিষ্কার নয় এমন)। অন্যদিকে cager অর্থ আগ্রহী, large অর্থ বিশাল আর increase অর্থ বৃদ্ধি করা।
17248. The synonym of the word 'lunatic' is
hypnotized
wise
lazy
mad
ব্যাখ্যা: Hints: Lu-na-tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত। আর wise অর্থ জ্ঞানী।
17249. A synonym for 'frugal' is -
economical
profligate
ideal
careful
ব্যাখ্যা: Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সমার্থক শব্দ economical (হিসাবি)। Profligate অর্থ বাসনাসক্ত, sleal অর্থ আদর্শ আর careful অর্থ যত্মশীল।
17250. Which of the following words means the opposite of 'obscure'?
lucid
indistinct
dubious
vague
ব্যাখ্যা: Hints: Obscure (অন্ধকারময়, অস্পষ্ট)-এর বিপরীত শব্দ lucid (স্পষ্ট, সহজবোধ্য)। Dubious অর্থ সন্দেহপূর্ণ, vague অর্থ অস্পষ্ট আর indistinct অর্থ আবছা।
17251. The antonym of the word 'prodigal' is-
Strange
Amity
Peculiar
Thrifty
ব্যাখ্যা: Hints: Prodigal (অতিব্যায়ী, অপব্যয়ী)-এর বিপরীত শব্দ Thrifty (মিতব্যয়ী)। Strange অর্থ অদ্ভুত, Amity অর্থ বন্ধুতা, Peculiar অর্থ অপ্রচলিত; স্বতন্ত্র।
17252. Which word means the same as CORDIAL?
Smooth
Friendly
Sophisticated
Reserved
ব্যাখ্যা: Hints: Cordial (আন্তরিক, উষ্ণ, সহৃদয়) এর সমার্থক শব্দ হলো friendly (সহৃদয়, বন্ধুত্বপূর্ণ)।Smoth অর্থ মসৃণ, Sophisticated অর্থ উন্নত এবং জটিল, reserved অর্থ সংরক্ষিত।
17253. An antonym for 'rigid' is-
flexible
fixed
adamant
hard
ব্যাখ্যা: Hints: Rigid (অনমনীয়)-এর বিপরীত শব্দ হলো flexible (নমনীয়)। Fixed অর্থ অনড়, adamant অর্থ নাছোড়বান্দা আর hard অর্থ কঠিন।
17254. Which word means the same as ABSOLUTE
Complete
Division
Small
Half
ব্যাখ্যা: Hints: Absolute(সম্পূর্ণ, পরোৎকৃষ্ট,পরিপূর্ণ)-এর সমার্থক শব্দ complete। তাছাড়া devision অর্থ বিভাগ, small অর্থ ছোট, খাটো, half অর্থ অর্ধেক।
17255. Plural form of the word 'basis' is- Bases
Basises
Basies
Basies
Basiss
ব্যাখ্যা: Basis (ভিত্তি)-এর plural form হলো bases।
17256. The word 'humiliation' means-
humane
modesty
humble
disgrace
ব্যাখ্যা: Hints: Humiliation এবং disgrace অর্থ- অবমাননা। Humane অর্থ- সহৃদয়, modestyঅর্থ- ভদ্রতা আর humble অর্থ- বিনয়ী।
17257. The plural of 'thesis' is-
thesises
theses
theseses
none of the above
ব্যাখ্যা: Thesis (যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব)-এর plural হলো theses)
17258. Which one is a synonym of 'tranquil'?
sagacious
hostile
calm
angry
ব্যাখ্যা: Hints: Tranquil এবং calm পরস্পর সমার্থক শব্দ, কারণ শব্দ দুটির অর্থ- প্রশান্ত। Sagacious অর্থ- বিজ্ঞ, hostile অর্থ-বৈরী আর angry অর্থ- রাগান্বিত।
17259. The boy is dreadfully thin. The word 'dreadfully' in this sentence means:
Dangerously
alarmingly
extremely
disgustingly
ব্যাখ্যা: Hints: The boy is dreadfully (ভীষণভাবে) thin। প্রদত্ত বাক্যটির dreadfully শব্দটির অর্থ প্রকাশ পায় extremely (চরমভাবে, একবারে) দ্বারা।
17260. The word' Momentous' means
momentary
popular
important
modest
ব্যাখ্যা: Hints: Momentous (অতি গুরুত্ববহ; গুরুতর) এর সমার্থক শব্দ important গুরুত্বপূর্ণ। Momentary ক্ষণস্থায়ী, popular- জনপ্রিয়, modest বিনয়ী, নিরহংকার।