EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17181. The antonym of the word 'liberty' is-
liberal
independent
bondage
freedom
ব্যাখ্যা: Hints: 'Liberty' শব্দের অর্থ স্বাধীনতা, বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; এর বিপরীত শব্দ bondage, যার অর্থ বন্দিদশা, দাসত্বে আবদ্ধ। অন্যদিকে liberal এবং independent শব্দের অর্থ স্বাধীন আর frondom শব্দের অর্থ স্বাধীনতা।
17182. . Which of the following has no plural form?
analysis
crisis
soap
louse
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural form নেই এমন word হলো Soap। Soap-কে plural করতে two bars of soap, three bars of soap ইত্যাদি লিখতে হয়।
17183. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অবচেতন
চেতনাহীন
চেতনা
অর্ধচেতন
ব্যাখ্যা: Hints: Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি Inconscious
17184. The synonym of 'frustrate' is-
improve
thwart
remove
eradicate
ব্যাখ্যা: Hints: Frustrate (বার্থ করা)-এর সমার্থক শব্দ thwart (ব্যর্থ করা)। Improve-উন্নতি সাধন করা, remote-দূর করা, eradicate সমূলে উৎপাটন করা।
17185. What is the synonym of 'look'?
gaze
glean
glass
glimpse
ব্যাখ্যা: Hints: Look (দৃষ্টি)-এর সমার্থক শব্দ glimpse (ক্ষণিক দৃষ্টি)। Gaze-স্থির দৃষ্টি, glean- ফসল কুড়ানো, gloss- শব্দের টীকা।
17186. I- Shakespeare when I was 15 years old.
had been read
have read
have been reading
read
ব্যাখ্যা: When দ্বারা যুক্ত একটি clause past tense-এ হলে অপর clauseটিও past tense- এ হবে। 'Had been read' past tense-এ থাকলেও passive structure অনুসরণ করায় ভুল। সুতরাং সঠিক শব্দ read বা past form .
17187. The antonym of 'diligent' is
cheap
simply
indolent
garrulous
ব্যাখ্যা: Hints: Diligent (পরিশ্রমী)-এর বিপরীতার্থক শব্দ indolent (অলস)। Cheap-সন্তা, simply-পুরোপুরি, garrulous-বাচাল।
17188. Which of the following sentences is in past indefinite tense?
Raihan was sleeping.
It was raining.
It has been raining.
Shohail had a car.
ব্যাখ্যা: Past indefinite tense-এর structure হলো sub + verb এর past form + extension। সুতরাং প্রদত্ত option গুলোতে past indefinite যুক্ত বাক্য হলো Shohail had a car .
17189. Which of the following words is not related to crying?
screaming
lamenting
weeping
stinking
ব্যাখ্যা: Hints: Cry আর্তনাদ করা, lament- শোক করা, scream- আর্তনাদ করা। Stink দুর্গন্ধ ছড়ানো, যা সে। শব্দের সাথে অসংগতিপূর্ণ।
17190. Fill in the gap with appropriate word : I hoped he - arrived safely.
has
had
is
would have
ব্যাখ্যা: কোনো কিছু হয়ে থাকবে বোঝাতে বা আশা ব্যক্ত করতে বাক্যটি past perfect tense-এ হবে কেননা hoped, past tense-এ আছে। সুতরাং শূন্যস্থানে had বসবে।
17191. The opposite word of 'violence' is-
discord
harmony
sympathy
conflict
ব্যাখ্যা: Hints: Violence (সহিংসতা)-এর antonym হলো harmony (মিল)। Disconl- রূপড়া,sympathy- সহানুভূতি, conflict- সংঘাত।
17192. The plural form of 'radius' is-.
radic
radi
radiusis
radiuses
ব্যাখ্যা: Radius (ব্যাসার্ধ)-এর plural form হলো radiuses বা radii।
17193. BROCHURE means-
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure (কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা) অর্থ Pmphlet
17194. The past participle of 'Spit' is-
spite
spite ten
spat
spate
ব্যাখ্যা: Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English এ spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
17195. 'Alumni' is the plural form of-
Alumnus
Alummous
Aluminus
Aluminise
ব্যাখ্যা: Alumni হলো alumnus-এর plural form Alumnus অর্থ স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
17196. What is the antonym of 'famous'?
obscure
extra ordinary
frugal
careful
ব্যাখ্যা: Hints: Famous (বিখ্যাত, সুবিদিত, চমৎকার)-এর বিপরীত শব্দ হলো obscure যার অর্থ সুপরিচিত নয় এমন; অখ্যাত। অন্যদিকে extra ordinary অর্থ চমৎকার, frugal অর্থ মিতব্যয়ী আর careful অর্থ মনোযোগী সাবধানী।
17197. Find the synonym of the word 'dwindle'.
develop
ascend
grow
drop
ব্যাখ্যা: Hints: Dwindle (হ্রাস পাওয়া)-এর সমার্থক শব্দ drop। Ascend-আরোহণ করা, develop-উন্নতি করা, grow জন্মানো।
17198. Choose the correct singular form.
corrigenda
formulae
oasis
radius
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে singular number হলো radius যার plural form হলো oases radius radii। অন্যদিকে বাকি optionগুলো plural number যাদের singular number হলো যথাক্রমে corrigendum, formula এবং oasis।
17199. The antonym of 'fatal' is
Constructive
Calamitous
Disgusting
Deadly
ব্যাখ্যা: Hints: Fatal (প্রাণনাশক বা মারাত্মক)-এর বিপরীতার্থক শব্দ constructive (গঠনমূলক)। Calamitous বিপন্নময়, deadly- মারাত্মক, disgusting-বিরক্তিকর।
17200. Find out the correct synonym of 'tenuous'
vital
thin
careful
dangerous
ব্যাখ্যা: Hints: Tenuous (ক্ষীণ, সরু, পাতলা)-এর synonym হলো thin। তাছাড়া vatal অর্থ অপরিহার্য,চরম; বিশেষ প্রয়োজনীয়, careful অর্থ মনোযোগী; সাবধানী আর dangerous অর্থ বিপজ্জনক।