Image
MCQ
8401. বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত?
রাজশাহী
নারাযণগঞ্জ
খুলনা
রাঙ্গামাটি
8402. এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায়?
২৮ নভেম্বর, ২০০২
২৯ নভেম্বর, ২০০২
২৭ নভেম্বর, ২০০২
৩০ নভেম্বর, ২০০২
8403. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল‍্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
চুয়াডাঙ্গা গ্রেড
ঝিনাইদহ গ্রেড
কুষ্টিয়া গ্রেড
মেহেরপুর গ্রেড
8404. বাংলাদেশের ক্ষুদ্রায়তন শিল্প কোনটি?
সিমেন্ট শিল্প
সার শিল্প
কাগজ শিল্প
চামড়া শিল্প
8405. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক—
মুন্সীগঞ্জের গজারিয়ায়
সাভারের কোনাবাড়ীতে
গাজীপুরের কালিয়াকৈরে
ময়মনসিংহের ভালুকায়
8406. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় --
কর্ণফুলী কাগজ কল, চন্দ্রঘোনা
খুলনা নিউজপ্রিন্ট মিল, খালিশপুর
উত্তরবঙ্গ কাগজ কল,
পাকশী পার্টিকেল বোর্ড মিল, নারাযণগঞ্জ
8407. বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত?
খুলনা
পাকশী
সিলেট
চন্দ্রঘোনা
8408. বর্তমানে দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি?
শাহ সিমেন্ট
হিউন্দাই সিমেন্ট
লাফার্জ হোলসিম সিমেন্ট
ছাতক সিমেন্ট
8409. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
এমভি বাঙালি
এমভি বাংলাদেশি
এমভি মধুমতি
এমভি বঙ্গবন্ধু
8410. বাংলাদেশে কোন শিল্পের সুনাম বহুকালের?
তাঁত শিল্প
কারু শিল্প
কাঁসা শিল্প
মৃৎ শিল্প
8411. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
নারায়ণগঞ্জ
কক্সবাজার
চট্টগ্রাম
খুলনা
8412. কোন ধরনের কাঠ খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
চাপালিশ
কেওড়া
গেওয়া
সুন্দরী
8413. বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?
সাভার, ঢাকা
আশুলিয়া, ঢাকা
ধামরাই, ঢাকা
কামরাঙ্গীর চর, ঢাকা
8414. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা
বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
8415. বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে-
ফিনল্যান্ডে
ডেনমার্কে
নরওযেতে
সুইডেনে
8416. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
বেক্সিমকো ফার্মা
স্কয়ার ফার্মা
মুন্নু সিরামিক
ট্রান্সকম
8417. বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম--
বাংলার দূত
স্টেলা মেরিস
রূপসী বাংলা
সোনার বাংলা
8418. সবুজ পাট থেকে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভব হয়-
জাপানে
বাংলাদেশে
আমেরিকায়
ইংল্যান্ডে
8419. বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় অবস্থিত?
মুন্সীগঞ্জের গজারিয়ায়
সাভারের কোনাবাড়ীতে
গাজীপুরের কালিয়াকৈরে
ময়মনসিংহের ভালুকায়
8420. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসাবে ব্যবহার করে--
সুন্দরী কাঠ
সেগুন কাঠ
গেওয়া কাঠ
বাঁশ