MCQ
8361. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
অ্যামোনিয়া
টিএসপি
ইউরিয়া
সুপার ফসফেট
8362. যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
ইউরিয়া
এমপি
টিএসপি
কম্পোস্ট
8363. ইউরিয়া সারের কাঁচামাল -
অপরিশোধিত তেল
ক্রিংকার
এমোনিয়া
মিথেন গ্যাস
8364. ট্রিপল সুপার ফসফেট / টিএসপি সার কারখানাটি কোথায়?
ঘোড়াশাল, নরসিংদী
আশুগঞ্জ, বি-বাড়ীয়া
পতেঙ্গা, চট্টগ্রাম
জাফলং, সিলেট
8365. বাংলাদেশের প্রধান তিনটি পাটশিল্প কেন্দ্র কী কী?
নারায়ণগঞ্জ, খুলনা, ভৈরব
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা
নরসিংদী, খুলনা, চট্টগ্রাম
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর
8366. বাংলাদেশে মোট কয়টি সার কারখানা আছে?
৬ টি
৮ টি
৯ টি
১৭ টি
8367. কবে বাংলাদেশের সর্ববৃহৎ পাটকল 'আদমজী' বন্ধ করা হয়?
১ জুন, ২০০২
৩০ জুন, ২০০২
৩০ জুলাই, ২০০২
৩১ জুলাই, ২০০২
8368. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি?
ইউরিয়া এবং এএসপি
টিএসপি এবং এএসপি
ইউরিয়া
ডিএপি
8369. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি?
মংলা
চট্টগ্রাম
নারায়ণগঞ্জ
টঙ্গী
8370. যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন --
৩ লক্ষ ৪০ হাজার মেট্রিক টন
৫ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন
৪ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন
৩ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন
8371. যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত?
জামালপুর
সিরাজগঞ্জ
ময়মনসিংহ
টাঙ্গাইল
8372. বাংলাদেশে চিনিকল কয়টি?
৬ টি
৭টি
১০ টি
১৫ টি
8373. বাংলাদেশে সবচেয়ে বড় চিনিকল কোনটি?
জয়পুরহাট চিনিকল
কুষ্টিয়া চিনিকল
কেরু এন্ড কোং
ঠাকুরগাঁও চিনিকল
8374. কবে বিএসটিআই প্রতিষ্ঠিত হয়?
১৯৮৩
১৯৮৭
১৯৮৮
১৯৮৫
8375. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
টিএসপি
ইউরিয়া
পটাশ
এমোনিয়া সালফেট
8376. বাংলাদেশের পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে-
BCIC
TIB
TCB
BSTI
8377. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
যমুনা সার কারখানা, জামালপুর
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, সিলেট
8378. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত?
আশুগঞ্জ, বি-বাড়ীয়া
ঘোড়াশাল, নরসিংদী
তারাকান্দি, জামালপুর
ফেঞ্চুগঞ্জ, সিলেট
8379. আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কী?
কয়লা
খনি থেকে আহরিত নাইট্রেট
প্রাকৃতিক গ্যাস
বাতাস থেকে আহরিত অক্সিজেন ও নাইট্রোজেন
8380. পাট কোন দেশের প্রধান শিল্প?
ভারত
মিশর
বাংলাদেশ
যুক্তরাজ্য