Image
MCQ
1581. উদ্বাসন শব্দের অর্থ কী?
বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
বাসভূমির সম্মুখস্থ ভূমি
1583. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২/৩
১৩/১৫
৪/৫
২৩/৩০
1584. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
তৎসম
তদ্ভব
ফারসী
তুর্কি
1586. 'ডাল-ভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
সমার্থক
বিপরীতার্থক
মিলনার্থক
ভিন্নার্থক
1587. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি।'- এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
কালের বিস্তার
বিরক্তি
পৌনঃপুনিকতা
1588. নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?
1589. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
আতিশয্য
আধিক্য
শূন্য
1590. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
২০১০
২০১১
২০১২
২০১৫
1592. নিচের কোনটি মিথ্যা?
-2 একটি জোড় সংখ্যা
0 একটি বাস্তর সংখ্যা
2 একটি মৌলিক সংখ্যা
2 জটিল সংখ্যা নয়
1593. নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়?
√-3
√3
√2/3
1594. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
ষোড়শ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
1595. A = {a, b, c} এর প্রকৃত উপসেট কয়টি?
৮টি
৭টি
৬টি
৫টি
1596. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?
Clemency
Enthral
Erudition
Fathom
1597. 'কিত্তনখালো' নাটকটির বিষয়-
যন্ত্রণাদগ্ধ শহরজীবন
স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
লোকায়ত জীবন-সংস্কৃতি
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
1598. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে যাবে
লাল-লাল ফুল
1599. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
জ্বর জ্বর লাগছে
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
লাল লাল ফুল
গ্রামে গ্রামে যাব
1600. একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে-
প্রচলিত শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অশব্দ