Image
MCQ
1621. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
পাকা পাকা আম
নরম নরম হাত
ছি ছি কি করছ?
উড়ু উড়ু মন
1622. নিচের কোন বহুবচনটি সঠিক?
মনুষ্যসকল
পাখিসব
মনুষ্যসমূহ
ক, খ, গ সবগুলোই
1623. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?
সাহেবকুল
সাহেবসমূহ
সাহেবান
সাহেবগুলো
1624. নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়?
আবলি
মহল
পাল
জন
1625. 'তরঙ্গ' শব্দের বহুবচন কী?
তরঙ্গমালা
তরঙ্গরাশি
তরঙ্গস্বর
তরঙ্গল
1626. 'কাগজ' এর বহুবচন কোনটি?
কাগজাত
কাগজসমূহ
কাগজগুলো
কাগজাদী
1627. 'বনে বনে ফুল ফুটেছে।' এখানে 'ফুল'-
একবচন
বহুবচন
একবচন ও বহুবচন
দুটোই কোনোটিই না
1628. 'হস্তি' শব্দটির পর কোন বহুবচন বোধক শব্দটি বসবে?
যূথ
গণ
মালা
রাজি
1629. কেবল জন্তর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো-
আবুলি
দল
সকল
পাল
1630. কোনটি সঠিক?
তরঙ্গপুঞ্জ
কুসুমপুঞ্জ
মেঘপুঞ্জ
কবিতাপুঞ্জ
1631. 'ডালে ডালে কুসুম ভার।' এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করেছে?
সমূহ
গুরুত্ব
বোঝা
বিষাদ
1632. 'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
হস্তিসকল
হস্তিবর্গ
হস্তিযূথ
হস্তিসব
1633. বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি--
কুসুমনিচয়
কুসুমদাম
পুষ্পদাম
তারকাবলি
1634. কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
1635. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?
সিংহ বনে থাকে
বাগানে ফুল ফুটেছে
মানুষ মরণশীল
এটাই করিমদের বাড়ি
1636. 'গণকবর' শব্দের 'গণ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বহুবচন অর্থে
সাধারণ অর্থে
মানুষ অর্থে
বিশেষ অর্থে
1637. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?
গ্রাম
সভা
কুল
মঙ্গল
1638. 'পুষ্প' শব্দের বহুবচন কোনটি?
পুষ্পপাল
পুষ্পবৃন্দ
পুষ্পদাম
পুষ্পবর্গ
1639. 'পর্বত' শব্দের বহুবচন কোনটি?
পর্বতকুল
পর্বতমালা
পর্বতসমূহ
পর্বতসমেত
1640. নিচের কোনটিতে বহুবচনের অপ-প্রয়োগ ঘটেছে?
সমুদয় পরীক্ষার্থীকে অভিনন্দন
ফুলদল দিয়া কাটিয়া কি বিধাতা শাম্মাধলী তরুবরে?
ছেলেরা ফুটবল খেলছে
সকল পণ্ডিতেরা অহংকারী হন না