EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1721. নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
১৮০°
৩৬০°
৯০°
০°
1722. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ
1723. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
মরুকরণ
বন্যা
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ভূমিকম্প
1725. জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?
বিশালাকৃতির ঢেউ
সামুদ্রিক ঢেউ
জলোচ্ছ্বাস
পোতাশ্রয়ের ঢেউ
1726. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
মোহাম্মদ সোলায়মান
আব্দুল খালেক
মাহবুব উদ্দিন আহমেদ
শৈলেন্দ্র কিশোর চৌধুরী
1727. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
অর্থ ও পররাষ্ট্র
স্বরাষ্ট্র ও পরিকল্পনা
প্রতিরক্ষা ও পররাষ্ট্র
1728. বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কী?
সিলেট ও চট্টগ্রাম
ঢাকা ও ময়মনসিংহ
কুমিল্লা ও নোয়াখালী
রাজশাহী ও রংপুর
1729. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
1730. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সিলেট
খুলনা
বরিশাল
চট্টগ্রাম
1731. Would you mind - the window, please?
for closing
to close
if closing
closing
1732. The teacher failed to make the students-- to him.
listened
listen
to listen
listening
ব্যাখ্যা: Hints: Make verbটি causative verb হিসেবে ব্যবহৃত হয়। এর পর ব্যক্তিবাচক obj. আসলে obj. টির পরের verbটির base verb বসে। সুতরাং শূন্যস্থানে listen বসবে।
1733. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
পরিকল্পনা
শিল্প
বাণিজ্য
অর্থ
1734. He talks as if-
he were mad
he will be mad
he was mad
he is mad
1735. 'It is high time we- the place.
have left
leave
are leaving
left
ব্যাখ্যা: Hints: It is high time-এর পর clause আসলে clause টিতে verb-এর past form ব্যবহৃত হয়। Leave-এর past form হলো left।
1736. নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ (Hazard)?
ভূমিকম্প
ভূমিধস
সুনামি
খরা
1737. পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
মৌর্য
পাল
গুপ্ত
চন্দ্র
1738. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
৮.৫° সেলসিয়াস/কিলোমিটার
1739. No man can--alone.
lives
live
living
lived
ব্যাখ্যা: Hints: বাক্য গঠনের নিয়ম অনুসারে It is time + subject + verb, হয়।
1740. She is fond of--to music.
listens
listening
listen
listened
ব্যাখ্যা: Hints: Fond of অর্থ ভক্ত/অনুরক্ত। Of একটি Preposition আর Preposition এর পরের corbটির সাথে ing যোগ হয়।