Image
MCQ
1741. বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
সৌদি আরব
কুয়েত
ওমান
জর্ডান
1742. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
চীন
জাপান
ডেনমার্ক
সুইডেন
1743. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
1744. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
১০৫
১২৫
১১৫
১৩৫
1745. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
1746. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
1747. উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
আর্টিকেল ২
আর্টিকেল ৩
আর্টিকেল ৪
আর্টিকেল ৫
1748. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
1749. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
1750. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
1751. 'Babul got his transcripts (send) to the university'.
has been sent
sending
had sent
sent
1752. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
1753. ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫০। ঢাকার সময় মধ্যাহ্ন ১২.০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
সকাল ০৯.০০ টা
বিকাল ০৩.০০ টা
সন্ধ্যা ০৬.০০ টা
রাত ০৯.০০ টা
1754. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
২ বৎসর
৩ বৎসর
৬ বৎসর
৯ বৎসর
1755. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি
1756. কোন দুটি প্লেটের অবস্থিত? সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
ইন্ডিয়ান ও বার্মিজ
ইন্ডিয়ান ও আফ্রিকান
বার্মিজ ও ইউরেশিয়ান
1757. '২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে'- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
টার্গেট ১-১
টার্গেট ১-২
টার্গেট ১-৩
টার্গেট ১-৪
1758. হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
বিরামপুর, দিনাজপুর
ঘোড়াঘাট, দিনাজপুর
হাকিমপুর, দিনাজপুর
পাঁচ বিবি, জয়পুরহাট
1759. আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
উদারবাদ
বাস্তববাদ
মার্কসবাদ
কোনোটিই নয়
1760. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন