MCQ
901. তামার সঙ্গে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
টিন (Sn)
সিসা (Pb)
দস্তা (Zn)
রৌপ্য (Ag)
902. নিচের কোনটি স্পেশাল স্টিল নয়?
হাই-স্পিড স্টিল
স্টেইনলেস স্টিল
ক্রোম-নিকেল স্টিল
হাই-কার্বন স্টিল
903. নিচে সাধারণ কার্বন ইস্পাতের কার্বনের পরিমাণ দেখানো হয়েছে। এদের কোনটি টুল স্টিল?
০.২৫% কার্বন
০.৫%-০.৮% কার্বন
০.৮%-এর অধিক কার্বন
০.৩৫% কার্বন
904. 'তার' তৈরি করার উপযোগী সাধারণ কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ হওয়া উচিত-
०.২%-০.৪%
০.৫%-০.৬%
০.৩%-০.৫%
০.১%-৬%
905. ব্যাবিট মেটালের প্রধানতম উপাদান কী?
তামা (Cu)
টিন (Sn)
দস্তা (Zn)
সিসা (Ph)
906. মনেল মেটালে তামার সঙ্গে কোন প্রকার প্রধান উপাদান মিশ্রিত করা হয়?
সিসা (Pb)
নিকেল (Ni)
দস্তা (Zn)
টিন (Sn)
907. আর্কিটেকচারাল ব্রাশে তামা ছাড়া আর কী মিশ্রিত থাকে?
দস্তা (Zn) ও সিলিকন (Si)
দস্তা (Zn) ও সিসা (Pb)
দস্তা (Zn) ও ম্যাঙ্গানিজ (Mn)
টিন (Sn) ও দস্তা (Zn)
908. নিচের কোনটি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক?
পাইরাইট
বক্সাইট
ক্যালামাইন
গ্যালেনা
909. তামার সঙ্গে কোন ধাতুর মিশ্রণে কাঁসা তৈরি হয়?
টিন (Sn)
সিসা (Pb)
দস্তা (Zn)
রৌপ্য (Ag)
910. নিচের কোনটি তামার আকরিক?
পাইরাইট
বক্সাইট
ক্যালামাইন
গ্যালেনা
911. গ্রে-কাস্ট আয়রনে কোন প্রকার উপাদান মিশ্রিত থাকলে শক্তি, কাঠিন্যতা, আঘাত প্রতিরোধক শক্তি, ফ্যাটিগ শক্তি এবং উচ্চ তাপমাত্রায় শক্তি অক্ষুন্ন থাকে?
নিকেল (Ni)
কপার (Cu)
ক্রোমিয়াম (Cr)
মলিবডেনাম (Mo)
912. ইস্পাত বা স্টিলকে প্রধানত কীসের সংকর বলা হয়?
পিগ আয়রন ও কার্বন
লৌহ ও কার্বন
লৌহ, ফসফরাস ও সালফার
লৌহ, ম্যাঙ্গানিজ ও সিলিকন
913. নিচের কোনটি দস্তার আকরিক?
জিনসাইট (ZnO)
গ্যালেনা (Pbs)
কোরানডাম
ক্যালামাইন
914. নিচের কোন ধাতুটির গলন তাপমাত্রা সবচাইতে বেশি?
অ্যালুমিনিয়াম (Al)
তামা (Cu)
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
915. নিচের কোনটি অলৌহজ পদার্থের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়?
তামা (Cu)
টিন (Sn)
অ্যালুমিনিয়াম (AI)
সিসা (Pb)
916. কোন অতিরিক্ত উপাদান পিতলে মিশ্রিত থাকলে তাকে জার্মান সিলভার বলা হয়?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
অ্যালুমিনিয়াম (Al)
সিলভার (Ag)
917. পানির ট্যাঙ্কের আবরণের জন্য ব্যবহার করা হয়-
দস্তা (Zn)
টিন (Sn)
সিসা (Pb)
তামা (Cu)
918. এক মেট্রিক টন পিগ লৌহ উৎপাদন করতে কত মেট্রিক টন আকরিক, কোক ও চুনাপাথর লাগে?
আকরিক-২, কোক-১ , চুনাপাথর-০.৮
আকরিক-৩, কোক-২, চুনাপাথর-১
আকরিক-৩, কোক-২, চুনাপাথর-১
আকরিক-২, কোক-০.৫, চুনাপাথর-০.৪
919. নিচের কোনটি সিসার আকরিক?
গ্যালেনা
কোরানডাম
ক্যালামাইন
পাইরাইট
920. নিচের কোনটি ইউটেকটিক অ্যালয় নয়?
ক্যাডমিয়াম (Cd) ও সিলিকন (Si)
অ্যালুমিনিয়াম (AI) ও সিলিকন (Si)
সিলভার (Ag) ও লেড (Pb)
কপার (Cu) ও নিকেল (Ni)