MCQ
2661. SI এককে গ্যাস ধ্রুবক R- এর মান কত?
0.287 J/kgK
2.87 J/kgK
28.7 J/kgK
287 J/kgK
2662. পানির সংকট চাপ কত?
200bar
221.2bar
300bar
125bar
2663. 1 ক্যালরি = কত জুল?
3.5 জুল
4.5 জুল
4.00 জুল
4.2 জুল
2664. SI এককে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট-এর মান কত?
8.314 J/kg molek
83.14 J/kg molek
831.4 J/kg molek
8314 J/kg molek
2665. বর্তমানে কত ধরনের পরম স্কেল প্রচলিত আছে?
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
2666. স্থির চাপে আঃতাপ (Cp) এবং স্থির আয়তনে আঃতাপ (C.) এর অনুপাতের মান কী হবে?
এক এর সমান
এক এর কম
এক এর বেশি
কোনোটিই নয়
2667. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 2kg বায়ুর আয়তন 1.56m² হলে গ্যাস ধ্রুবক R-এর মান কত?
0.39 kJ/kgK
0.289 kJ/kgK
0.45 kJ/kgK
0.22 kJ/kgK
2668. ধ্রুব চাপে বাতাসের আপেক্ষিক তাপ কত?
০.১৭
০.২১
০.২৪
১.৪১
2669. পানির আপেক্ষিক তাপ কত?
1.817
2.512
4.2
কোনোটিই নয়
2670. পানির সংকট আয়তন কত?
0.2m²
0.05m²
0.00317m²
0.9m²
2671. বাষ্প তাপ বহন করতে পারে-
বেশি
কম
উল্লেখযোগ্য
সাধারণভাবে
2672. গ্যাস ধ্রুবক-
আপেক্ষিক তাপদ্বয়ের যোগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের বিয়োগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান
2673. আপেক্ষিক তাপ = ?
বস্তুর তাপীয় ক্ষমতা / ভর
বস্তুর তাপীয় ক্ষমতা ভর
ভর / তাপীয় ক্ষমতা
বস্তুর তাপীয় ক্ষমতা ভর x ১০০
2674. অ্যামোনিয়া-এর স্ফুটনাঙ্ক কত?
- 10.5°C
- 30 °C
- 33.3 °C
- 77.7°C
2675. কার্বন ডাই-অক্সাইডের স্ফুটনাঙ্ক কত?
-20.5°C
-50°C
-63.3°C
-78.46°C
2676. STP-তে R-এর মান MKS-এ কত?
29.27 kg-m/kgK
27.29 kg-m/kgK
22.79kg/kgK
25.27 kg-m/kgK
2677. আপেক্ষিক তাপের একক কী?
kcal / kg°C
B.T.U/kg°F
CHU/gm°F
কোনোটিই নয়
2678. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে কী বলে?
তাপ ধারণক্ষমতা
আপেক্ষিক তাপ
পানিসম
এন্ট্রপি
2679. বাতাসের C/C, এর মান কোনটি?
1
1.4
1.8
2.3
2680. গ্যাস ধ্রুবককে আণবিক ভর দ্বারা গুণ করলে পাওয়া যায়।
গ্যাস ধ্রুবক
মোল
সর্বজনীন গ্যাস ধ্রুবক
সবগুলো