Image
MCQ
2663. স্থির চাপে আঃতাপ (Cp) এবং স্থির আয়তনে আঃতাপ (C.) এর অনুপাতের মান কী হবে?
এক এর সমান
এক এর কম
এক এর বেশি
কোনোটিই নয়
2664. SI এককে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট-এর মান কত?
8.314 J/kg molek
83.14 J/kg molek
831.4 J/kg molek
8314 J/kg molek
2665. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে কী বলে?
তাপ ধারণক্ষমতা
আপেক্ষিক তাপ
পানিসম
এন্ট্রপি
2667. গ্যাস ধ্রুবক-
আপেক্ষিক তাপদ্বয়ের যোগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের বিয়োগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান
2670. গ্যাস ধ্রুবককে আণবিক ভর দ্বারা গুণ করলে পাওয়া যায়।
গ্যাস ধ্রুবক
মোল
সর্বজনীন গ্যাস ধ্রুবক
সবগুলো
2673. বর্তমানে কত ধরনের পরম স্কেল প্রচলিত আছে?
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
2674. আপেক্ষিক তাপ = ?
বস্তুর তাপীয় ক্ষমতা / ভর
বস্তুর তাপীয় ক্ষমতা ভর
ভর / তাপীয় ক্ষমতা
বস্তুর তাপীয় ক্ষমতা ভর x ১০০
2676. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 2kg বায়ুর আয়তন 1.56m² হলে গ্যাস ধ্রুবক R-এর মান কত?
0.39 kJ/kgK
0.289 kJ/kgK
0.45 kJ/kgK
0.22 kJ/kgK