Image
MCQ
201. সূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
0.0001mm
0.01mm
0.001mm
0.05mm
202. 15° কোনো পরীক্ষার জন্য ব্যবহৃত একটি সাইনবারের রোলের দুটির কেন্দ্রের লম্ব দূরত্ব 1.294in হলে, সাইনবারটির দৈর্ঘ্য কত?
5inch
4inch
2inch
6inch
203. ভার্নিয়ার স্কেল কোন বিজ্ঞানী উদ্ভাবন করেন?
নিউটন
ডালটন
পিয়ারেন ভার্নিয়ার
কোনোটিই নয়
205. সাইনবারের মূলনীতি সমকোণী ত্রিভুজের-
ভূমি ও লম্ব-এর সাথে সম্পর্কিত
ভূমি ও অতিভুজের সাথে সম্পর্কিত
লম্ব ও অতিভুজের সাথে সম্পর্কিত
কোনোটিই নয়
206. পিয়ারেন ভার্নিয়ার কোন দেশের অধিবাসী ছিলেন।
আমেরিকা
ইতালি
জাপান
ফ্রান্স
207. 10° কোণ পরীক্ষা করতে 100mm সাইনবার ব্যবহার করা হলে রোলারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
18.37mm
17.9mm
17.5mm
17.36mm
208. চাপ অঙ্কনে কোনটি ব্যবহৃত হয়?
সারফেস প্লেট
ক্যালিপার
ডিভাইডার
এমুলার গেজ
209. মোর'স (Mohr's) স্কেলের রেঞ্জ কত?
১ হতে ৪
১ হতে ১৪
১ হতে ১০
১ হতে ১৬
210. নিচের কোনটি প্রিসিশন যন্ত্র?
সেন্টার গেজ
সাইনবার
স্টিল রুল
ট্রাই স্কয়ার
211. কত সালে ভার্নিয়ার স্কেল উদ্ভাবন করা হয়?
১৬৫০ সালে
১৬৭০ সালে
১৬৩০ সালে
১৬৩১ সালে
212. সার্বজনীন ডিভাইডার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
বিন ট্র্যামেল
ডিভাইডার
কম্পাস
এমুলার গেজ
213. স্পিরিট লেভেল কোন কাজে ব্যবহৃত হয়?
ফাটল নির্ণয়ের জন্য
কোণ পরিমাপের জন্য
ঢাল পরিমাপের জন্য
থিকনেস পরিমাপের জন্য
214. কোনো পরিমাপ যন্ত্র দিয়ে সর্বনিম্ন যত সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায়, তাকে কী বলে?
ভার্নিয়ার ধ্রুব
লিস্ট কাউন্ট
সিমিট
অ্যালাউন্স
218. অসূক্ষ্ম যন্ত্রপাতি নয় কোনটি?
স্টিল রুল
পকেট ক্যালিপার্স
ট্রাইস্কয়ার
সাইনবার
219. অসূক্ষ্ম যন্ত্রপাতির দ্বারা সর্বনিম্ন কত মাপ গ্রহণ করা যায়?
1mm এবং 2°
2mm এবং 5°
0.5 এবং 1°
0.25mm এবং1/2°
220. মাইক্রোমিটার কোন গেজ দিয়ে ক্যালিপার্স, ডায়াল ইন্ডিকেটর-এর সঠিকতা যাচাই করা যায়?
ফিলার গেজ (Feeler gauge)
স্লিপ গেজ (Slip gauge)
রিং গেজ (Ring gauge)
প্লাগ গেজ (Plug gauge)