MCQ
1. কোনটি পরোক্ষ খরচ?
বিশেষ ধরনের নকশা খরচ
যন্ত্রপাতি বা যন্ত্রাংশ ভাড়া খরচ
পরিবহন খরচ
বিদ্যুৎ বিল
2. ব্যয় হিসাবের উপাংশ কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
3. প্রত্যক্ষ মালের শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x ১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= আনুমানিক উপরি খরচ/আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মাসের শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
4. অবচয় একটি --খরচ।
প্রত্যক্ষ
যান্ত্রিক
পরোক্ষ
কোনোটিই নয়
5. একটি ঘনবস্তুর আয়তনের সূত্র কোনটি?
আয়তন=a+b+c
আয়তন = a x b x c
আয়তন=(a+b) x c
আয়তন=(a+b+c)/2
6. যন্ত্রঘন্টা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ অনুমানিক যন্ত্রঘন্টা x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
প্রত্যক্ষ মালের শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
7. LIFO--
Last Out, Fast In,
Last In, First Out
কও খ উভয়ই
কোনোটিই নয়
8. FIFO-এর অর্থ কী?
First In, Final Out
First In, First Out
Fast In, Fast Out
Final In, Final Out
9. মেশিনের অলস সময় কী?
মেশিনের কর্মচলমান সময়
মেশিনের মেরামত সময়
মেশিনের কর্মহীন সময়
কোনোটিই নয়
10. প্রত্যক্ষ মজুরির শতকরা হারের সূত্রটি লেখ।
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ শ্রমঘন্টা x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক কারখানার উপরি খরচ/ আনুমানিক প্রত্যক্ষ মজুরি x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার= অনুমানিক উপরি খরচ/ আনুমানিক প্রতাক্ষ মালের ব্যয় x১০০
প্রত্যক্ষ মজুরির শতকরা হার = অনুমানিক উপরি খরচ/ আনুমানিক মূল্য ব্যয় x১০০
11. সরলরৈখিক পদ্ধতির সূত্রটি লেখ।
অবচয়, D= D/N
অবচয়, D= R(C- S)/ (1+R) N
অবচয়, D=(C- S)/N
অবচয়, D= C- N/ S
12. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 200cm²। এর উচ্চতা 20cm হলে সমান্তরাল বাহু দু'টির গড় কত?
10cm
20cm
30cm
40cm
13. প্রত্যক্ষ খরচ কোনটি?
কারখানা ভাড়া
বিজ্ঞাপন খরচ
বিক্রয় ও বিলি খরচ
পরিবহন খরচ
14. স্থায়ী খরচ কী?
যে খরচ উৎপাদনের পরিমাণের অনুপাতে কমবেশি হয়
উৎপাদনের পরিমাণ কম বা বেশি হলেও যে খরচের পরিবর্তন হয় না
কোনো প্রতিষ্ঠানের অফিস ও প্রশাসন বাবদ যে ব্যয় হয়
কোনোটিই নয়
15. মুখ্য ব্যয় হলো-
প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + উৎপাদন ব্যয়
প্রত্যক্ষ খরচ + কারখানার উপরি খরচ
প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+ প্রত্যক্ষ খরচ
উৎপাদন ব্যয় + বিক্রয়
16. টেপারের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কোনটি?
L=D+d/2 tanθ
L=D-d/2 tanθ
L=D-2d/2 tanθ
L=D-d/ tanθ
17. স্থায়ী খরচ কোনটি?
প্রত্যক্ষ মালামাল ও শ্রম
বিক্রয় কমিশন
জ্বালানি শক্তি
কারখানা ভাড়া
18. অবচয় নির্ণয়ের সূত্র কয়টি?
৪টি
৬টি
৮টি
৫ টি
19. টার্নিং-এর সময় বস্তুটি এক পাক ঘুরলে টুল বিট বা বাটালিটি যতটুকু এগিয়ে যায়, তাকে-- বলে।
ডেপথ অব কাট
কাটিং
ফিড
কোনোটিই নয়
20. ব্রেক ইভেন পয়েন্ট কী?
যে পয়েন্টে সর্বোচ্চ লাভ পাওয়া যায়
সে পয়েন্টে সর্বোচ্চ লোকসানের হিসাব করা যায়
সে পয়েন্টে না লাভ না ক্ষতি থাকে
কোনোটিই নয়