EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বও ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যেও চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দেলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমি সদও দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে"একটি "ভাষা আন্দোলন জাদুঘর "আছে।
22. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
ব্যাখ্যা: তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
23. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
ব্যাখ্যা: তথ্য: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ৪ মে ১৮০০ সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু করা হয়েছে ২৪ মে ১৮০১ সালে।
24. 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
25. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
ব্যাখ্যা: তথ্য: সঠিক বানান-বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
26. Bibliographic means-
History of the Bible
History of Books
Collection of Books
Worshipper of Books
27. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-উত্তারাধিকার।
28. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
ব্যাখ্যা: তথ্য: সূর্ধ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাক্কর, মার্তগ, অংশ, প্রভাকর, কিরণমালী,
29. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
ব্যাখ্যা: তথ্য: দেবী অন্নপূর্ণা, তখন ঈশ্বরী পাটনীকে বর প্রার্থনা করতে বলেন। তিনি, দেবী অন্নপূর্ণার কাছে বর প্রার্থনা করেছেন, তাঁর সন্তান যেন দুধ ভাত খেয়ে থাকতে পারে।
30. যা চেটে খাওয়ার যোগ্য-
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
ব্যাখ্যা: তথ্য: চেটে খাওয়া যায় যা লেহ্য চুষে খাওয়া যায় যা চোষ্য চিবিয়ে খাওয়া যায় যা চ্য
32. ক্রীতদাসের হাসি কার রচনা?
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
ব্যাখ্যা: তথ্য: ক্রীতদাসের হাসি বাংলাদেশী কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস। এ উপন্যাসের মূল চরিত্র ততারী। গণতন্ত্রিক জন্যই আবার নেমে আসে সামরিক শাসন তবুও লেখকের প্রতিবাদ চেতনাকে ভয় পায় স্বৈরাচারী শাসক। এই চেতনাকে দমন করার স্তব্ধ থাকেনি।
33. What is the masculine from of Oberon?
Hart
Stage
Drone
Colt
34. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: তথ্য: শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন । উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্রের নাম"কমল এছাড়াও দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই ইত্যাদি
35. 'যদ্যপি' আমারা গুরু কার রচনা?
হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
ব্যাখ্যা: তথ্য: যদ্যপি আমার গুরু বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতচারণমূলক গ্রন্থ ।দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো।
36. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
ব্যাখ্যা: তথ্য: আগডুম বাগডুম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয়-তোমরা আগডুম বাগডুম বন্ধ করো, আসল কথা বলো।
37. কোনটি শামসুর রহমানর কাব্য?
রৌদ্র করোটিতে
ছায়াহরিণ
রাখালী
সাঝের মায়া
ব্যাখ্যা: তথ্য: শামসুর রহমানের কাব্যের নাম রৌদ্র করোটিতে এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। রাখালী পল্লকবি জসীমুদ্দীনের প্রথম কাব্যস্থ। সাঝের মায়া বেগম সুফিয়া কামাল রচনা করেন।
38. Which word is different from the other three?
Media
Newspaper
War
Radio
39. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
ব্যাখ্যা: তথ্য: মুনতাসির ফ্যান্টাসি নাটকটি রচনা করেছেন সেলিন আল দীন ।আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলনভিত্তিক কবর নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি। ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয়।