MCQ
41. ই-মেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
POP 3
POP 9
HTML
SMTP
42. তাপমাত্রা বৃদ্ধির কারণে ট্রানজিস্টরের বেস অ্যামিটার ভোল্টেজের কী ঘটে?
০ হয়ে যায়
হ্রাস পায়
একই থাকে
বৃদ্ধি পায়
43. R.F.-এর Full form কী?
Reduce Fraction
Representative Fraction
Reduction Factor
Representative Factor
44. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পুরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৯০-৯৫ ভাগ
45. কোনটি সবচেয়ে কমন নেটওয়ার্ক?
LAN
MAN
WAN
PAN
46. একটি JFET-এর IDSS = 10V, Vcs = 10V হলে, Input resistance কত?
10 m
1000 m2
100 ΜΩ
10 ΜΩ
47. 'He has rather a disagreeable man.' The word 'disagreeable in the above sentence is a/an-
verb
noun
adjective
adverb
48. যদি একটি Cascade amplifier এর দুটি Stage এর ডেসিবল গেইন 60 এবং 30 হয়, তবে ওভার অল গেইন কত হবে?
30 dB
2 dB
90 dB
1800 dB
49. শিয়ারফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরণের লোড নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
50. 100 বর্গমিটার সিমেন্ট কংক্রিট কাজে 1:2:4 অনুপাতে 4 cm পুরুত্বের ফ্লোর এ কি পরিমাণ সিমেন্ট প্রয়োজন?
0.90 m²
0.98 m³
0.94 m³
1.00 m³
51. TRAP এর Address line কোনটি?
0023H
0033H
0024H
0028H
52. EDSAC Computer-এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরণের Memory ব্যবহৃত হয়?
RAM
Resistors
ROM
Mercury Delay Lines
53. অক্সিজেন জারিত অ্যাসফাল্টের বাণিজ্যিক নাম কোনটি?
Maxphalt R 115/15
Spremax 180/200
Maxphalt 80/100
Maxphalt R-95/100
54. TV remote এর carrier frequency- range কত?
<MHz
<1 GHz
<2 GHz
Infrared range
55. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending moment diagram কেমন হবে?
Linear
Cubical
Parabolic
Circular
56. H-323 Protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
File transfer
VOIP
Data security
File download
57. Electricity is the flow-
current
charge
electric charge carrier
voltage
58. কোনো বস্তুর ভূমি বৃত্তাকার, কিন্তু দেহ ভূমি হতে ক্রমশঃ সরু হয়ে শীর্ষ একটি বিন্দুতে মিলিত হলে তাকে বলে-
সিলিন্ডার
ঋজু কোণ
ছিন্ন শীর্য কোণ
গোলক
59. পি আর সময়ের ন্যূনতম মান কত?
১ মিনিট
৩ মিনিট
২ মিনিট
৪ মিনিট
60. একটি Silicon diode -এর ভিতর দিয়ে 50 mA কারেন্ট প্রবাহিত হলে Power dissipation কত হবে?
25 mW
35 mW
50 W
100 mW