MCQ
221. . Hardly had the train stopped-.
then we got down
when we got down
as we got down
than we got down
ব্যাখ্যা: Hardly had + sub + verb + when + sub + verb-এর past form। সুতরাং গঠন অনুযায়ী When we got down সঠিক উত্তর।
222. The mother would not eat until she had feed all her children.
replace untill with till
replace eat with ate
replace feed with fed
replace would with will
replace children with child
ব্যাখ্যা: Until-এর পরের clause এ had + verb এর P.P থাকার কথা থাকলেও verb এর present form ব্যবহার করা হয়েছে। সুতরাং feed এর স্থলে feed-এর P.P. fed বসালে বাক্যটি সঠিক হবে।
223. The jam was so severe that I had no option rather than to walk home.
replace no with any
replace so with such
replace than with then
replace walk with walking
replace rather with other
ব্যাখ্যা: Rather-এর স্থলে বাক্যে other ব্যবহৃত হবে। Other than অর্থ ছাড়া বা ব্যতীত। Other than যোগে বাক্যটির বাংলা অর্থ যানজট এত তীব্র ছিল যে আমার হেঁটে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
224. Which of the following sentence is correct?
There is no place in the bench.
I got two bread.
It is a nice poem.
I went to home.
ব্যাখ্যা: প্রদত্ত চারটি sentence-এর মধ্যে (ক) There is no place it the bench-এর জায়গায় হবে There is no room in the bench. (খ) I got two broad-এর জায়গায় হবে। got two pieces of bread এবং (ঘ) I went to home-এর জায়গায় হবে। went home. কেননা home-এর আগে to মূলত preposition হয় না। কিন্তু (গ) It is a nice poem- অর্থাৎ এটি একটি সুন্দর কবিতা, বাক্যটি সঠিক।
225. Choose the correct sentences-
Perhaps, this is the most unique solution to your problem.
Perhaps, this is a unique solution to your problem.
Perhaps, this offers the most unique solution to your problem.
Perhaps, this offers the most unique solutions to your problem.
ব্যাখ্যা: Perfect, supreme, unique প্রভৃতি শব্দগুলো নিজেরাই superlative অর্থ প্রদান করে এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসে না। সুতরাং সঠিক বাক্য Perhaps, this is a unique solution to your problem |
226. Which of the following is the correct sentence?
He has said that what is right
He has said which is right
What has he said is right
What he has said is right
ব্যাখ্যা: What he has said is right (সে যা বলেছে তা সঠিক)। কোনো বাক্য যদি what clause দিয়ে শুরু হয়, তাহলে দুটি clause-ই একটি করে verb থাকবে। আর যেহেতু বাক্যটি প্রশ্নবোধক না সেহেতু auxiliary verbটি subject-এর পূর্বে যাবে না।
227. Choose the correct sentence:
One thirds of the students are absent
One third of the students are absent
One thirds of the student are absent
One third of the student is absent
ব্যাখ্যা: One third of + countable noun থাকলে verbটি plural হবে। One thirds of এবং one third of-এর পর countable noun-এর singular form এবং এর পর singular verb ব্যবহার করা ভুল। সুতরাং সঠিক উত্তর (খ)।
228. Which one is correct?
I am sure for success
I am sure about success
I am sure of success
I am sure to success
ব্যাখ্যা: Sure of sth- কোনো কিছু সম্পর্কে নিশ্চিত। আমি সাফল্য সম্পর্কে নিশ্চিত।
229. The teacher told the students that they could do good in the examination only by working hard.
replace good with well
replace do with done
replace told with tell
replace hard with tough
replace by with from
ব্যাখ্যা: Do verb-এর পরে adjective না বসে adverb বসে। যেমন, do quickly, do hurriedly ইত্যাদি। Good যেহেতু adjective সেহেতু good-এর স্থলে well ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে।
230. Which of the following is a correct sentence?
Ten miles are a long distance
Ten miles are long distance
Ten miles is long distance
Ten miles is a long distance
ব্যাখ্যা: দুরত্ব, সময় সব সময় singular verb নেয় এবং long distance-এর পূর্বে article 'এ' বসবে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
231. You will never success if you are scared of accepting challenges.
replace never with not
replace if with unless
replace of with to
replace accepting with acceptance
replace success with succeed
ব্যাখ্যা: You will never-এর পর verb-এর present form প্রয়োজন। Success এর verboruni from হলো succeed। সুতরাং success-এর স্থলে succeed হলে বাক্যটি সঠিক হবে।
232. Choose the correct sentence.
The woman did a suicide
The woman committed suicide
The woman has done suicide
The woman got a suicide
ব্যাখ্যা: Suicide, crime এবং offence শব্দগুলোর পূর্বে verb হিসেবে commit (সম্পাদন করা) বসে। অতএব, commit verb-এর ব্যবহার অনুযায়ী The woman committed suicide বাক্যটি সঠিক।
233. Choose the correct sentences-
He looked angry but did not speak angrily.
He looked angrily but did not speak angry.
He looked angrily but he did not speak angrily.
He looked angry but did not speak angry.
ব্যাখ্যা: Appear, seem, remain, look, sound verbগুলোর পরে adjective বসে adverb নয়। আর ঠিক উল্টোটা হলো speak-এর ক্ষেত্রে adverb বসে adjective নয়। সুতরাং সঠিক বাক্য- He looked angry but did not speak angrily !
234. What time.....? Complete the sentence.
the train leaves
leaves the train
is the train leaving
does the train leave
ব্যাখ্যা: What time does the train leave?-ট্রেনটি কখন ছাড়ে?
235. Which one is the correct sentence?
He prefers write to read
He prefers writing than reading
He prefers more writing than reading
He prefers writing to reading
ব্যাখ্যা: Prefer + (verb+ing)+to+(verb+ing) হয়।
236. Choose the correct sentences-
The traveler's luggages were ransacked but no contraband item was found.
The traveler's luggages were ransacked but no contraband was found
The traveler's luggage was ransacked but no contraband was found.
The traveler's luggages were ransacked but nothing contraband was found.
ব্যাখ্যা: Luggage (মালপত্র) শব্দটি non-count noun। সুতরাং এর কোনো plural form নেই এবং এরপর singular verb বসে। সুতরাং সঠিক বাক্যটি হলো The traveler's luggage was ransacked but no contraband was found। বাক্যটির বাংলা ভ্রমণকারীর মালপত্র তন্নতন্ন করে খোঁজা হলো কিন্তু বেআইনী কোনো কিছুই পাওয়া গেল না।
237. Which one is the correct sentence?
He is boast of his wealth
He is proud on his wealth
He boasts of his wealth
He is boastful in his wealth
ব্যাখ্যা: Boast of something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। এখানে boast of verb হিসেবে ব্যবহৃত হবে। He boasts of his wealth- সে তার সম্পদ নিয়ে দন্ত করে। অন্য বাক্যগুলোতে preposition এবং word প্রয়োগে ভুল রয়েছে।
238. She was hardly-hit by the recent recession. Which word(s) make this sentence incorrect?
was
hardly-hit
recent
recession
ব্যাখ্যা: ভুল expresion টি হলো hardly-hit কারণ be hard hit অর্থ (আর্থিক ক্ষতি, প্রিয়জনের মৃত্যু Anst ইত্যাদির কারণে) অত্যন্ত কষ্টে পড়া। Hard শব্দটি adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
239. I find it very difficult to awaken before ten in the morning.
replace find with finds
replace the with a
replace awaken with wake up
replace before with till
replace in with on
ব্যাখ্যা: Awaken হলো transitive verb অর্থাৎ এর পর object প্রয়োজন। Awaken অর্থ জাগ্রত করা বা জাগানো। সুতরাং awaken-এর স্থলে wake up বসালে বাক্যটি সঠিক হবে।
240. Find out the correct sentence. Hints:
More you read more you learn
The more you read more you learn
More you read, the more you learn
The more you read the more you learn
ব্যাখ্যা: Double Comparative বাক্যের সঠিক হলো the + comparative + subject + verb, the + comparative + subject + verb। আর এদিক দিয়ে একমাত্র সঠিক বাক্য হলো (ঘ)।