MCQ
101. উল্লিখিত পরীক্ষা সমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না-
Viscosity Test
Compressive Strength
Specific Gravity Test
Penetration Test .
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- Bituminপরীক্ষায় ব্যবহৃত গুলো: Penetration Test, Ductility Test, softening Point Test, Specific Gravity Test, Viscosity Test, Determination of Water Content, Determination of loss on heating.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না-Compressive strength test. 2. বিটুমিনের গ্রেড কোন test এর মাধ্যমে নির্ণয় করা হয়- Penetration test. 3. যে বিটুমিনে Penetration test করলে Penetration value 8 mm to 10 mm এর মধ্যে হয়, তাকে কী বলে-80/100 grade bitumen. 4. Bitumen এর float test এর সাহায্যে নির্ণয় করা হয়- Consistency. 5. Bitumen এর softening point test এ নির্ণয় করা হয়- নমনীয় হওয়ার তাপমাত্রা। 6. Bitumen এর Flash point & fire point test এ নির্ণয় করা হয়- আগুন ধরার তাপমাত্রা। 7. Bitumen এর Spot test এ নির্ণয় করা হয় -চিড় ধরা নির্ণয় করা।
102. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়--
Cast Iron sleeper
Concrete Sleeper
Steel Sleeper
Wooden Sleeper
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained: Wooden sleepoer are universally used- কেননা আদর্শ Sleeper হওয়ার যেসব category আছে, তা এই Sleeper পূরণ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. রেলওয়ে তে সাধারণত কোনটি কে আদর্শ sleeper ধরা হয়- Wooden Sleeper. 2. Broad Gauge & Wooden sleeper এর Size 275 cm x 25 cm x 13 cm.. 3. প্রতি রেলের দৈর্ঘ্য 12.87 m এবং sleeper এর ঘনত্ব (n-3) হলে রেলটির জন্য কতসংখ্যক Sleeper এর দরকার হবে- 16 টি। 4. Broad Gauge line এ রেলের দৈর্ঘ্য কত- 12.8 m.
103. Rail কে সঠিক অবস্থানে রাখতে ব্যবহার করা হয়-
Ballast
Sleeper
Fish plates
সবকটি
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explaindid:- কেললাইনকে দৃঢ় রাখার জন্য অথবা বেলকে সঠিক অবস্থানে। রাখার জন্য রেলের আড়াআড়িভাবে কাঠ, লোহা বা কংক্রিটের যে প্ল্যাব ব্যবহার করা হয় তাকে স্লিপার (sleeper) বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Rail কে সঠিক অবস্থানে ধরে রাখতে সাহায্য করে - sleeper. 2. Train যার উপর দিয়ে চলে তাকে কী বলে -rail. 1. যার উপর rail অবস্থান করে তাকে কী বলে- sleeper. 4. Broad gauge rail এর দৈর্ঘ্য কত- 12.8 m. 5. Metre gauge rail এর দৈর্ঘ্য কত- 12 m.
104. Bolts মূলত বহন করে-
shear
bending
Axial tension
shear and bonding
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- বোল্ট হচ্ছে রেল ও স্লিপারকে একত্রে আটকানোর একটি উপকরণ। বোল্টের কাজ হচ্ছে রেললাইনের উপর আগত শিয়ার বলকে স্লিপারের মাধ্যমে সাবগ্রেডে পৌঁছে দেয়া।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Bolts মূলত বহন করে- Shear. 2. বিভেট এর সাহায্যে বিভিন্ন মেম্বারকে পরস্পর সংযুক্ত করাকে কী বলে- জয়েন্ট। 3. কোনটির কারণে রিভেট ব্যর্থ হতে পারে -শিয়ারের ফলে। 4. একই সারিতে অবস্থিত পর পর দুটি রিভেটের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলে- পিচ। 5. এএফ-সারি রিভেটের কেন্দ্র হতে সংলগ্ন সারির কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কী বলে- ব্যাক পিচ।
105. Penetration test on bitumen is used for determining its-
Grade
Ductility
Viscosity
All of those
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained: Penetration test এর মাধ্যমে যে কোনো বিটুমিনাস Materials এর শক্তি ও দৃঢ়তা পরিমাপ করা যায়, এর একক Grade এ প্রকাশ করে। যেমন 80/100 বিটুমিন অর্থ এর penetration value 80 থেকে 100 এর মধ্যে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Penetration test on bitumen is used to determine its - Grade. 2. কোন গ্রেডের bitumen সবচেয়ে বেশি শক্ত- 30/40, minimum grade. 3. Penetration test এর temperature -25°C. 4. Bitumen এর কাঠিন্যতা ও কোমলতা জানার জন্য কোন test করা হয় -Penetration test.
106. The main function of railway sleepers is--
support the rails
keep the two rails at correct gauge
distribute the load coming on the rails to the ballast
all the above
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- রেলওয়ে স্লিপারের প্রধান কাজ হলো সঠিক গেজ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The main function of railway sleepers is to- support the rails, keep the two rails at correct gauge, distribute the load coming from the rails to the ballast. 2. Broad gauge sleeper এর size -275 cm 25 cm x13 cm. 3. কোনটি আদর্শ -sleeper wood sleeper. 4. একটি পূর্ণ দৈর্ঘ্যের রেলে যতটি স্লিপার স্থাপন করা হয়, এ সংখ্যাকে কী বলে- স্লিপার ঘনত্ব।
107. ব্রডগেজ রেল লাইনের ক্ষেত্রে দুটি রেল লাইনের মধ্যকার দূরত্ব-
১৬৭৬ মিমি
১৪৩৫ মিমি
১৬৭০ মিমি
১৫০০ মিমি
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- রেল লাইন ৩ ধরনের হয়। যথা: মিটার গেজ, ব্রডগেজ ও ন্যারোগেজ। মিটার গেজের ক্ষেত্রে দুটি লাইনের দূরত্ব ১০৬৭ মিমি. (৩ ফুট ৫ ইঞ্চি) এবং ন্যারো গেজ লাইনের প্রস্থ ৭৬২ মিমি (২ ফুট ৫ ইঞ্চি)।
উত্তর সহ কয়েকটি গুরুত্বপূন প্রশ্ন
1. ব্রডগেজ রেললাইন এর ক্ষেত্রে দুটি রেল লাইনের মধ্যকার দূরত্ব কত- 1.676 mm. MOF 07.06.2022) 2. Meter gauge rail line এর প্রস্থ -1m. 3. Narrow gauge rail line এর প্রস্থ - 0.61 m. 4. Broad gauge rail এর দৈর্ঘ্য- 12.8 m.
108. Tunnel Boring Machine (TBM) কী নির্মাণে ব্যবহৃত হয়?
Bridge
Elevated Rail
M. Under pass
Underground Rail
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- মাটির নিচ দিয়ে যে কোন প্রকারের রাস্তা নির্মাণের জন্য মাটি খননের প্রয়োজনে Tunnel Boring Machine (TBM) ব্যাবহার করা হয়।।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Tunnel Boring Machine (TBM) কী নির্মাণে ব্যবহৃত হয়। - Underground Rail. 2. In road construction, rolling starts from-edge centre EED (Estimator) 03.02.2022 3. ভূপৃষ্ঠের কিছুটা নিচ দিয়ে সুড়ঙ্গে নির্মিত রেলপথকে কী বলে পাতাল রেলপথ। 4. ভূপৃষ্ঠের নিচ দিয়ে যাত্রী, পানি, আবর্জনা, খনিজ দ্রব্য ইত্যাদি পরিবহনের জন্য নির্মিত পথই- Tunnel, 5. সুড়ঙ্গ খননকালে খননকৃত পাথর, মাটি, আবর্জনা অপসারণের পদ্ধতিকে কী বলে -মাকিং। 6. রিজের উজানে পানির উচ্চতা যে পরিমাণ স্ফীত হয়, তাকে কাঁ বলে- Afflux.
109. নিচের কোন Test বিটুমিনের জন্য প্রযোজ্য নয়—
CBR
Ductility
Penetration
Fire and Flash Point.
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained- বিটুমিনজাত সামগ্রীর জন্য নিম্নলিখিত Test- গুলো করা হয়- (1) Penetration test (ii) Furol viscosity (in) Flat (iv) Ductility (v) Specific gravity (vi) Flash point and fire point test.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. কোন test টি bitumen এর জন্য প্রযোজ্য নয়- CBR. 2. CBR means California Bearing Ratio. 3. Bitumen এর কাঠিন্যতা ও কোমলতা জানার জন্য কোন টেস্ট করা হয়-penetration test. 4. Bitumen এর consistency জানার জন্য কোন টেস্ট করা হয়- float test. 5. Bitumen এর আগুন ধরার তাপমাত্রা জানার জন্য কোন টেস্ট করা হয়- flash & fire point test.
110. নিচের কোন Grade- এর bitumen সবচেয়ে শক্ত?
30/40
60/70
80/100
100/120
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained: 30/40 represent that its penetration value is 3 for 4 mm penetrate.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. নিম্নের কোন grade এর bitumen সবচেয়ে শক্ত- 30/40 or minimum value. 2. Bitumen এর কাঠিন্যতা ও কোমলতা জানার জন্য কোন test করা হয় -penetration test. 3. Bitumen এর consistency জানার জন্য কোন test করা হয়- float test. 4. Bitumen এর নিষ্ক্রিয় পদার্থের পরিমাণ জানার জন্য কোন test করা হয়- solubility test.
111. রাস্তার বাঁকে বাহিরের দিকটি ভিতরের দিক থেকে কিছুটা উঁচু রাখা হয়। এই উঁচু রাখা-
Speed Breaker
Super elevation
Shoulder
কোনোটিই নয়
Civil MCQ
ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
transportation engineering
ব্যাখ্যা: Explained:- বাঁকে রেলপথ বা রাস্তার ভিতরের দিক অপেক্ষা বাইরের দিক উঁচু করার পরিমাণকে সুপার এলিভেশন (Super elevation) বা ক্যান্ট (cant) বা ব্যাংকিং (Banking) বলা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. রাস্তার বাঁকে বাহিরের দিকটি ভিতরের দিক থেকে কিছুটা উঁচু রাখা হয়, তাকে কী বলে- Super Elevation. 2.সড়কের বাঁকে যে Slop দেওয়া হয়, তাকে বলা হয়- Angle of banking (PSC বাংলাদেশ কোস্ট গার্ড ২০.১০.২০২০) 3. Super elevation rate maximum - 1:15. 4. রাস্তার সরল অংশ ও বৃত্তাকার বাঁকের মধ্যে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে বাঁক ব্যবহৃত হয় তাকে কী বলে- ক্রান্তি বাঁক। 5. কোন ক্রান্তি বাঁক সড়কে ব্যবহার করা হয় -লেমনিস্কেট অব বার্নোলি। 6.কোন ক্রান্তি বাঁক রেলপথে ব্যবহার হয় -স্পাইরাল। 7. Rail Super elevation কোন parameter এর সাথে বিপরীত আনুপাতিক - with of pravement