Image
MCQ
61. শেরশাহের আমলে মানুষের যাতায়াত এবং ঢাক পরিবহনের জন্য যে রোড নির্মিত হয় আর নাম-
রোমীয় সড়ক
মেটকাফ কন্সট্রাকশন
গ্রান্ড ট্রাঙ্ক রোড
উপরে উল্লিখিত সবগুলো
62. লন্ডনে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেন-
টমাস ট্রেনফোর্ড
ম্যাকাডাম
পেরি ট্রেজগুয়েট
এশিয়ান
63. ব্রডগেজের মাপ কত?
১৬৭৬ মি.মি. থেকে ১৫২৪ মি.মি.
১৪৩৫ মি.মি. থেকে ১৩৫১ মি.মি.
৭৬২ মি.মি. থেকে ৬১০ মি.মি.
কোনটি নয়
64. জাতীয় হাইওয়ের দুই পাশে শোল্ডারেং প্রস্থ কত মিটারের কম হবে না?
০.৫ মিটার
১.০ মিটার
১.৫ মিটার
২ মিটার
65. এশিয়ান সড়কটি কোন স্থাপত্য কৌশল নির্দেশ করে?
মিসর
রোমান
ফ্রান্স
বাংলাদেশ
66. সড়ক পরিবহনে শহর এলাকায় পার্কিং কমপক্ষে কত মিটার প্রস্থের হয়ে থাকে?
১.৫ মিটার
২.৫ মিটার
২ মিটার
৩ মিটার
68. জাতীয় হাইওয়ে পেভমেন্টের প্রস্থ কত মিটারের কম হবে না?
৬ মিটার
৮ মিটার
৭ মিটার
৫ মিটার
69. Double headed rail ওজন কত কেজি?
৪৯.৬০ কেজি/মি.
৪৮.৬০ কেজি/ মি.
৫০.৬০ কেজি/ মি.
৪৭.৬০ কেজি/ মি.
72. কুলমাথা রেলের দৈর্ঘ্য সাধঅরণত কত?
১৮.২৯ মিটার
১২.৭০ মিটার
৯.০ মিটার
১১.৭ মিটার
74. রাস্তার দৈর্ঘ্য বরাবর উচু স্থানকে বলা হয়-
সার্কেল ট্যাকথ,
মেডিয়ার স্টিপ
কাঠ
ক্যাম্বার
76. চ্যাপ্টা মাথা রেল বিশ্বের শতকরা কত দেশে ব্যবহৃত হয়?
৮০%
৯০%
১০%
১১%
77. ৩১২ খ্রি পৃঃ এশিয়ান নামক একটি রায় নির্মাণ করা হয়েছিল যার দৈর্ঘ্য--
৫০০ কি.মি.
৬০০ কিমি
৩০০ কি.মি.
৫০০ কি.মি.
78. ট্রাফিখ সার্ভেতে AADT হচ্ছে-
Monthy average daily traffic volume
Annual average dauly traffic volume
Average daily truck volume
Monthly average daily truck volume
79. Camber-এর প্রধান কাজ হলো-
রাস্তা থেকে বৃষ্টির পানি নিষ্কাশন
রাস্তার প্রশস্ততা বৃদ্ধির জন্য
উপরে ক খ দুটি
কোনটি নয়
80. বাংলাদেশে ব্যবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?
৯ মিটার
১১.৭০ মিটার
১০ মিটার
১২.৮০ মিটার