MCQ
181. দাহ্য গ্যাস হিসেবে অ্যাসিটিলিন ছাড়া কী কী ব্যবহার হয়?
হাইড্রোজেন (H₂)
প্রোপেন (C₃H8)
মিথেন (CH4)
উপরের সবগুলো
182. অক্সি-অ্যাসিটিলিন গ্যাস শিখা কয় প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
6 প্রকার
183. অ্যাসিটিলিন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার অপেক্ষা লম্বায়…. হয়।
বড়
ছোট
বড় ও ছোট যে-কোনো একটি
কোনোটিই নয়
184. অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে থাকে- অবস্থায়।
কঠিন
গ্যাসীয়
তরল
তরল বা কঠিন
185. গ্যাস ওয়েন্ডিং-এর সময় টর্চের টিপে উচ্চ শব্দ করে শিখা সাময়িকভাবে নিভে আবার জ্বলাকে…… বলে।
ফ্লাশ ব্যাক
অক্সিডাইজেশন
ফিউশন
ব্যাকফায়ার
186. How many grades or classes of slip gauges are present?
3
5
6
4
187. What is the approximate size of slip gauges?
30mm long and 10mm wide
45mm long and 15mm wide
20nmm long and 5mm wide
25mm long and 10mm wide
188. অ্যাসিটিলিন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা (White)
হলুদ (Yellow)
কালো (Black)
খয়েরি লাল (Maroon)
189. Which of the following is not the most important feature of slip gauge?
Length between measuring surface
Flatness
Surface conditions of measuring surface
Adhereness efficiency
190. কার্বুরাইজিং শিখায় অক্সিজেন (O₂) ও অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1.3
1:1.5
1.5:1
191. শিখার কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে?
বাহির কোণে
ভিতরের কোণে
টর্চ টিপে
মধ্য কোনে
192. অক্সিডাইজিং শিখায় অক্সিজেন (O₂) এবং অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1:0.9
1.5:1
1.5:2
193. নিরপেক্ষ শিখা ব্যবহৃত হয়…. ওয়েল্ডিং-এ।
স্টিল
কাস্ট আয়রন
কপার
সবগুলো
194. অক্সি-অ্যাসিটিলিনের মাধ্যমে কোন শিখা তৈরি করা যায়?
নিউট্রাল শিখা
অক্সিডাইজিং শিখা
কার্বুরেজিং শিখা
সবগুলো
195. What is the hardness of measuring jaws of vernier height gauge made up of stainless steel?
350HV
550HV
450HV
650HV
196. কোন শিখায় অক্সিজেন ও অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে?
নিউট্রাল শিখা
কার্টুরাইজিং
অক্সিডাইজিং শিখা
কোনোটিই নয়
197. Which of the following is not a common basic form of slip gauge?
Rectangular
Square with centre hole
Square without centre hole
Parallelogram
198. Which of the following is not a name of slip gauges?
Gauge blocks
Johannsen gauges
Linear gauges
Gage blocks
199. কোনটি অ্যাসিটিলিনের সংকেত?
C6H6
CH4
C ₂H ₂
C6H ₂O6
200. হোজপাইপের ভিতর শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে….. বলে।
ব্যাকফায়ার
কাটিং টর্চ
ফ্লাশ ব্যাক
ওয়েল্ডিং টর্চ