MCQ
21361. কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
চিলি
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
21362. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি?
নামপদ
কর্তৃপদ
কর্মপদ
ক্রিয়াপদ
21363. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
21364. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?
অকর্মক ও সকর্মক
ধাতু ও তদ্ধিত
প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
মৌলিক ও কৃদন্ত
21365. ক্রিয়াপদ-
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়।
21366. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
21367. 'যত গর্জে তত বর্ষে না' বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
পরিণাম
তুলনা
বৈপরীত্য
নিশ্চিত
21368. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে-
ঘন
অনেক
অব্যয়
ক্রিয়া
21369. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়?
নির্দেশ অর্থে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
অনুরোধে
21370. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
21371. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
আশাবাদ
আনন্দ
আবেগ
আনুগত্য
21372. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
21373. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
21374. নিচের কোন শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়?
শিকাগো
নিউইয়র্ক
লন্ডন
ঢাকা
21375. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
21376. নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস?
র্যাম
মনিটর
পাওয়ার সাপ্লাই
প্রসেসর
21377. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো:
অব্যয়
প্রত্যয়
অনুসর্গ
উপসর্গ
21378. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
21379. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
21380. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া